প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে দিনাজপুরের হিলিতে ৩ হাজারের বেশি গরিব পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।
আজ বুধবার (১২ জুন) সকাল ৯টায় হাকিমপুর পৌরসভা কার্যালয়ে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র জামিল হোসেন চলন্ত। একই সময় উপস্থিত ছিলেন উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহিরুল ইসলাম ।
পৌরসভা থেকে বলা হয়, গরিব ও অসহায় পরিবারের সদস্যরা যেন ভালোভাবে ঈদ উদযাপন করতে পারেন সে লক্ষ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।এদিকে ঈদুল আজহাড় চারদিন আগে উপহারের চাল পেয়ে খুশি এলাকাবাসী।