ঢাকা | বঙ্গাব্দ

সুপার এইটে উইন্ডিজ, চরম বিপদে নিউজিল্যান্ড

এবারের বিশ্বকাপটা ভালো যাচ্ছে না অনেক বড় দলের। পাকিস্তান প্রায় ছিটকে গেছে আসর থেকে। সেই শঙ্কায় আছে ইংল্যান্ডও।
  • | ১৩ জুন, ২০২৪
সুপার এইটে উইন্ডিজ, চরম বিপদে নিউজিল্যান্ড ৪ উইকেট নিয়েছেন আলজারি জোসেফ

এবারের বিশ্বকাপটা ভালো যাচ্ছে না অনেক বড় দলের। পাকিস্তান প্রায় ছিটকে গেছে আসর থেকে। সেই শঙ্কায় আছে ইংল্যান্ডও। নিউজিল্যান্ডও নাম লেখাল তাদের পাশে। আসরের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে বড় হারের পর ওয়েস্ট ইন্ডিজের কাছেও হেরে চরম বিপদে পড়েছে কিউইরা। 


আজ বৃহস্পতিবার (১৩ জুন) ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৩ রানে হেরেছে নিউজিল্যান্ড। এটি আবার ক্যারিবীয়দের টানা তৃতীয় জয়। ব্ল্যাকক্যাপসরা বিপদে পড়লেও এই জয়ে উইন্ডিজরা নিশ্চিত করেছে সুপার এইট। 


১৫০ রান তাড়ায় নামা নিউজিল্যান্ড নিয়মিত বিরতিতে হারিয়েছে উইকেট। বলার মতো লড়াই করেছেন শুধু গ্লেন ফিলিপস। ৪০ রান আসে তার ব্যাট থেকে। এছাড়া ২৬ রান করেন ওপেনার ফিন অ্যালেন। ইনিংসের শেষদিকে, মিচেল স্যান্টনার ১২ বলে ২১ রান করলেও আলজারি জোসেফ ও গুদারেশ মোতির দুর্দান্ত বোলিংয়ে  জয় আর পাওয়া হয়নি নিউজিল্যান্ডের।


মাত্র ১৯ রানে ৪ উইকেট নেন আলজারি। আর মোতি ২৫ রান খরচায় নেন ৩ উইকেট।


এর আগে, টসে হেরে ব্যাটিংয়ে নেমে রানের খাতা খোলার আগেই বিদায় নেন জনসন চার্লস। এরপর একে একে বিদায় নেন নিকোলাস পুরান, রস্টন চেজ, ব্র্যান্ডন কিংরা। এরপর কিউই বোলারদের সামনে একাই লড়েন রাদারফোর্ড, তুলে নেন ফিফটি। ৬৮ রানে অপরাজিত থাকেন তিনি।


নিউজিল্যান্ডের হয়ে মাত্র ১৬ রানে ৩ উইকেট নেন বোল্ট। দুটি করে উইকেট যাত টিম সাউদি এবং লকি ফার্গুসনের পকেটে।