ঢাকা | বঙ্গাব্দ

হামাস এবং ইসরায়েল দু’পক্ষই যুদ্ধাপরাধী: জাতিসংঘ

সিওআই বলছে, ইসরায়েল তাদের কাজে বাধা দিয়েছে। ইসরায়েল এবং অধিকৃত ফিলিস্তিন অঞ্চলগুলোতে তারা জাতিসংঘ তদন্তকারীদের ঢুকতে দেয়নি।
  • | ১৩ জুন, ২০২৪
হামাস এবং ইসরায়েল দু’পক্ষই যুদ্ধাপরাধী: জাতিসংঘ নসেইরত শরণার্থী শিবির

জাতিসংঘের এক প্রতিবেদনে বুধবার হামাস গেরিলা এবং ইসরায়েলি সেনার বিরুদ্ধে যুদ্ধপরাধের অভিযোগ তোলা হয়েছে।

৭ অক্টোবর গাজার সীমান্ত লঙ্ঘন করে ইসরায়েলের ভূখণ্ডে হামাসের হামলা এবং তার পর গাজায় আট মাস ধরে তেল আবিবের পাল্টা হামলা নিয়ে জাতিসংঘের ‘কমিশন অফ এনকোয়ারি’ (সিওআই) দু’টি প্রতিবেদন প্রকাশ করেছে। তিনটি স্বাধীন বিশেষজ্ঞ সংস্থার সমন্বয়ে গঠিত সিওআই ওই প্রতিবেদনে ইসরায়েল ও হামাসের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উঠে এসেছে।

গাজা ভূখণ্ডে অবিলম্বে সেনা অভিযান বন্ধ করার জন্য বুধবার ইসরায়েলকে কড়া বার্তাও দিয়েছে জাতিসংঘ। স্বাধীনতাপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের হাত থেকে চার জন ইসরায়েলি পণবন্দিকে ছাড়িয়ে আনার অভিযানে গত এক সপ্তাহে গাজা জুড়ে ৫০০ জনেরও বেশি প্যালেস্টাইনিকে কার্যত হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আহতের সংখ্যা তারও বেশি। এই পরিস্থিতিতে মঙ্গলবার জাতিসংঘেরর নিরাপত্তা পরিষদে পাশ হওয়া যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিয়েছে হামাস। কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে এখনও সেনা অভিযান বন্ধে সম্মতি দেয়নি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার।

এ তদন্তে কমিশনকে কোনো সহযোগিতা করেনি ইসরায়েল। সিওআই বলছে, ইসরায়েল তাদের কাজে বাধা দিয়েছে। ইসরায়েল এবং অধিকৃত ফিলিস্তিন অঞ্চলগুলোতে তারা জাতিসংঘ তদন্তকারীদের ঢুকতে দেয়নি। প্রতিবেদনটিকে পক্ষপাত বলে তারা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। আর হামাসের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।