ঢাকা | বঙ্গাব্দ

আবারও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর নতুন জোটের প্রশংসা করে রামাফোসা বলেন, ভোটাররা আশা করেন নেতারা দেশের সবার ভালোর জন্য কাজ করবেন এবং একসঙ্গে কাজ করবেন।
  • | ১৫ জুন, ২০২৪
আবারও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা

দক্ষিণ আফ্রিকার বর্তমান প্রেসিডেন্ট সিরিল রামাফোসা দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তবে এবার জোট সরকার গড়তে হয়েছে তাকে।

স্থানীয় সময় শুক্রবার দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) ও বিরোধী দলগুলো যুগান্তকারী জোট গঠন করার পর সিরিল রামাফোসাকে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত করেছে দেশটির পার্লামেন্ট। এর মধ্য দিয়ে দেশটিতে নির্বাচন-পরবর্তী রাজনৈতিক অচলাবস্থার অবসান হলো।

দিনভর নানা নাটকীয়তার পর সন্ধ্যায় পার্লামেন্ট অধিবেশন বসে এবং পার্লামেন্ট সদস্যরা রামাফোসাকে দেশের পরবর্তী রাষ্ট্রপ্রধান নির্বাচিত করেন।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর নতুন জোটের প্রশংসা করে রামাফোসা বলেন, ভোটাররা আশা করেন নেতারা দেশের সবার ভালোর জন্য কাজ করবেন এবং একসঙ্গে কাজ করবেন।

মে মাসে অনুষ্ঠিত ভোটে ৩০ বছরের মধ্যে প্রথমবারের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হারায় নেলসন ম্যান্ডেলার ঐতিহাসিক দল এএনসি। দলটি এবার মাত্র ৪০ শতাংশ ভোট পেয়েছে, যেখানে তার শরিক ডিএ ২২ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থান অর্জন করে।

একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় জোট সরকার গড়ার বিকল্প ছিল না রামাফোসার। রাজনৈতিক অচলাবস্থার মুখে বিরোধীদের সঙ্গে নিয়েই জাতীয় ঐক্যের সরকার গড়ার ডাক দেন তিনি।

২০১৭ সালে এএনসির প্রেসিডেন্ট হন রামাফোসা। পরের বছর ২০১৮ সালের ফেব্রুয়ারিতে দুর্নীতির অভিযোগে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট ৭৭ বছরের জ্যাকব জুমাকে পদত্যাগে বাধ্য করা হয়। জুমার সহযোগী সিরিল রামাফোসা তার স্থলাভিষিক্ত হন। এবার দ্বিতীয় মেয়াদে দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি।

সূত্র: বিবিসি