ঢাকা | বঙ্গাব্দ

হঠাৎই ‘একলা চলো’ নীতি উদ্ধবের

শরদ পওয়ারের এনসিপি শিবির ও কংগ্রেসের সঙ্গে মিলে উদ্ধব ঠাকরেরা যে মহা বিকাশ আগারি তৈরি করেন তারাই বাজিমাত করেছে। ৪৮টির মধ্যে ৩০টিতে জয়ী হয়েছে।
  • | ১৫ জুন, ২০২৪
হঠাৎই ‘একলা চলো’ নীতি উদ্ধবের শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে

লোকসভা নির্বাচন অতীত। এবছরই বিধানসভা নির্বাচন। তার আগে নতুন সমীকরণ গড়তে চাইছেন উদ্ধব ঠাকরে। আর জোটের সঙ্গে নয়, বরং ‘একলা চলো’ নীতিই অবলম্বন করে রাজ্যের ভোটে লড়তে চাইছেন তিনি। অন্যদিকে রাজ ঠাকরেও নাকি এনডিএ-র হাত ছেড়ে একাই লড়তে চাইছেন নির্বাচনে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রের দাবি তেমনই।

এবারের লোকসভা নির্বাচনে যে দুটি রাজ্যে সবচেয়ে জোরালো ধাক্কা খেয়েছে বিজেপি তথা এনডিএ, তার একটি উত্তরপ্রদেশে। অন্যটি অবশ্যই মহারাষ্ট্র। শরদ পওয়ারের এনসিপি শিবির ও কংগ্রেসের সঙ্গে মিলে উদ্ধব ঠাকরেরা যে মহা বিকাশ আগারি তৈরি করেন তারাই বাজিমাত করেছে। ৪৮টির মধ্যে ৩০টিতে জয়ী হয়েছে। কিন্তু এবার সেই জোট ছেড়ে বেরিয়ে আসতে চাইছেন উদ্ধব। গুঞ্জন তেমনই।

শোনা যাচ্ছে, বুধবার (১২ জুন) নাকি সেনা ভবনে এই নিয়ে একটি বৈঠক করেন উদ্ধব। সেখানে সমস্ত ‘সম্পর্ক প্রমুখ’দের সঙ্গে কথা বলেন বর্ষীয়ান নেতা। তাদের উপরে দায়িত্ব দেন গোটা রাজ্যে সমীক্ষা চালানোর। এবং সেই সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার। যে রিপোর্ট থেকে পরিষ্কার হবে শিবসেনার উদ্ধব শিবির একা লড়লে কী পরিস্থিতি দাঁড়ােব। আবার জোটের সঙ্গে লড়লে কী হবে তাও যেন বোঝা যায়। মনে করা হচ্ছে তার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন উদ্ধব।