ঢাকা | বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের এক ওয়াটার পার্কে গুলি, আহত ১০

রাত পর্যন্ত সন্দেহভাজনকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে পুলিশ বলছে, ওই ব্যক্তি কাছেই একটি বাড়িতে কোণঠাসা হয়ে আছে বলে বিশ্বাস তাদের।
  • | ১৬ জুন, ২০২৪
যুক্তরাষ্ট্রের এক ওয়াটার পার্কে গুলি, আহত ১০ সন্দেহভাজনকে এখনও খুঁজছে পুলিশ

যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরের কাছে নগর কর্তৃপক্ষ পরিচালিত ওয়াটার পার্কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় দুই শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (১৫ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় এলোপাতাড়ি গুলিবর্ষণের এই ঘটনাটি ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। খবর রয়টার্স।

রাত পর্যন্ত সন্দেহভাজনকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশ বলছে, ওই ব্যক্তি কাছেই একটি বাড়িতে কোণঠাসা হয়ে আছে বলে বিশ্বাস তাদের। তবে যে বহুতল থেকে সে হামলা চালিয়েছে, সেটা পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে। ঘটনাস্থলে সন্দেহভাজনের ব্যবহৃত পিস্তলটি পাওয়া গেছে বলে জানিয়েছে তারা।

স্থানীয় পুলিশের এক কর্মী বলেছেন, ‘‘একটি বহুতল বিল্ডিং ‌থেকে এক ব্যক্তি বাচ্চাদের ওয়াটার পার্কে গুলি চালায়। আমরা এই মুহূর্তে স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছি। অভিযুক্তকে ধরা না গেলেও তার কাছাকাছি পৌঁছানো সম্ভব হয়েছে।’’

এক সংবাদ সম্মেলনে অকল্যান্ড কাউন্টি শেরিফ মাইকেল বুশার্ড জানান, শনিবার বিকেল প্রায় ৫টার দিকে মিশিগানের রচেস্টার হিলসের ব্রুকল্যান্ডস প্লাজা স্প্ল্যাশ প্যাড পার্কের সামনে একটি গাড়ি থেকে নামে এক ব্যক্তি। নিজের গাড়িতে চেপেই সে সেখানে যায়। তারপর সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। সেখান থেকে একের পর এক গুলি বর্ষণ করে।

তারপর সে একটি সেমি অটোমেটিক গ্লক পিস্তল দিয়ে প্রায় ৩০টি গুলি ছোড়ে। এসময় সে বেশ কয়েকবার পিস্তলে গুলি ভরে নেয়। ঘটনার খবর পেয়ে এলাকা ঘিরে ফেলে পুলিশ। প্রথমেই স্থানীয়দের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করে তারা। একই সঙ্গে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থাও করা হয়।

রচেস্টার হিলসের মেয়র কে বার্নেট জানিয়েছেন, ঘটনাস্থলে দমকল বাহিনী রয়েছে। সকলেই যুদ্ধকালীন পরিস্থিতিতে ঘটনার মোকাবিলা করছে। দ্রুত অভিযুক্তকে ধরা যাবে বলেও আশাবাদী তিনি। আততায়ী কেন এই হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেছে কি না তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, রচেস্টার হিলস ডেট্রয়েট থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে। রচেস্টার হিলসের পাশের এলাকা অক্সফোর্ড টাউনশিপের একটি স্কুলে ২০২১ সালে নির্বিচার গুলিবর্ষণের ঘটনা ঘটে। তখন ১৫ বছর বয়সী শিক্ষার্থী ইথান ক্রাম্বলি গুলি করে অক্সফোর্ড হাইস্কুলের চার শিক্ষার্থীকে হত্যা করে। ঘটনায় এক শিক্ষক ও আরও ছয় শিক্ষার্থী আহত হয়।

যুক্তরাষ্ট্রে ক্রমশ বেড়েই চলেছে বন্দুকবাজের হামলার ঘটনা। চলতি বছরে ইতিমধ্যেই ২১৫টি এমন ঘটনার সাক্ষী থেকেছে জো বাইডেনের দেশ। উল্লেখ্য, দিন দু’য়েক আগেই ওহায়োতে এক নাইট ক্লাবে গুলিবর্ষণের ঘটনায় দু’জনের মৃত্যু হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের হামলার ঘটনা প্রকাশ্যে এল।