ঢাকা | বঙ্গাব্দ

হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিষেক

ছোট অস্ত্রোপচারের পর সব দিক থেকে শারীরিক ভাবে ‘স্থিতিশীল’ রয়েছেন অভিষেক। তার ঘণ্টা দুই পরে হাসপাতাল থেকে বেরিয়ে আসতে দেখা যায় অভিষেককে।
  • | ১৬ জুন, ২০২৪
হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায়

হাসপাতাল থেকে রোববার (১৬ জুন) বিকেলেই ছাড়া পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছোট অস্ত্রোপচারের জন্য রোববার সকালে তাকে ভর্তি করানো হয় কলকাতার বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে। সেখানে প্লাস্টিক সার্জনের অধীনে ভর্তি ছিলেন তিনি। সূত্রের খবর, পেটে অস্ত্রোপচার হয়েছে তার।

রবিবার দুপুরে হাসপাতালের তরফে একটি মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়। তাতে জানানো হয়ে, ছোট অস্ত্রোপচারের পর সব দিক থেকে শারীরিক ভাবে ‘স্থিতিশীল’ রয়েছেন অভিষেক। কখন তাকে ছাড়া হবে, তা যদিও বুলেটিনে জানানো হয়নি। তার ঘণ্টা দুই পরে হাসপাতাল থেকে বেরিয়ে আসতে দেখা যায় অভিষেককে।

বুধবার (১২ জুন) অভিষেক সমাজমাধ্যম এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করে জানান, গত বছর এই সময় ‘নবজোয়ার যাত্রা’ করেছে, এ বার চিকিৎসার জন্য সংগঠন থেকে ‘ছোট বিরতি’ নিচ্ছেন।