ঢাকা | বঙ্গাব্দ

আসছে তুফান-২

শাকিব খান অভিনীত ‘তুফান’র দ্বিতীয় কিস্তি আসতে চলেছে। অভিনয়শিল্পী এবং কলাকুশলীরা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
  • | ১৭ জুন, ২০২৪
আসছে তুফান-২ শাকিব খান, মিমি চক্রবর্তী

প্রতি বছর দুই ঈদে একসঙ্গে একাধিক ছবি মুক্তির হিড়িক পড়ে যায় দেশের প্রেক্ষাগৃহে। এবারও তার ব্যাতিক্রম হয়নি। বছরের অন্য সময়ের তুলনায় ঈদে তুলনামূলক দর্শকদের আনাগোনা বেড়ে যায়। 


এবারের ঈদে মুক্তি পেয়েছে ৫টি ছবি। এর মধ্যে অন্যতম আলোচনায় রয়েছে শাকিব খানের ‘তুফান’ সিনেমা। সোমবার (১৭ জুন) ঈদের দিন দেশের প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে ছবিটি।


ছবিটির প্রচারে সংবাদ সম্মেলনে পরিচালক রায়হান রাফী বলেছিলেন যে, সাধারণত সিনেমা শেষ হলে প্রয়োজকসহ অন্যদের নাম আসে তবে আরেকটা সিন আছে সেটা হতে পারে অন্য কোন ছবির সিন বা যেকোনো সিন হতে পারে। এতে অনেক বড় চমক আছে।


এবার সেই চমক প্রকাশ্যে এসেছে। ‘তুফান’ সিনেমা শেষে প্রয়োজকসহ অন্যদের নামের পাশাপাশি লিখে দেওয়া হয়েছে,  ‘তুফান সবে তো শুরু’।


শাকিব খান অভিনীত ‘তুফান’র দ্বিতীয় কিস্তি আসতে চলেছে। অভিনয়শিল্পী এবং কলাকুশলীরা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।


উল্লেখ্য, একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা। যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প।


'তুফান’-এ যুক্ত আছে বাংলাদেশের নামি প্রযোজনা সংস্থা আলফা আই ও চরকি , ভারত থেকে যুক্ত এসভিএফ। শাকিব খান, মিমি চক্রবর্তী, এছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী নাবিলা, মিশা সওদাগর প্রমুখ।