ঢাকা | বঙ্গাব্দ

ইরানে হাসপাতালে আগুন, ৯ রোগীর মৃত্যু

স্থানীয় সময় সোমবার রাত দেড়টার দিকে রাশত শহরের কায়েম হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নয় রোগীর মৃত্যু হয়েছে।
  • | ১৮ জুন, ২০২৪
ইরানে হাসপাতালে আগুন, ৯ রোগীর মৃত্যু ২৫০ বিশিষ্ট হাসপাতালটিতে অগ্নিকাণ্ডের সময় ১৪২ রোগী ছিলেন

ইরানের উত্তরাঞ্চলীয় শহর রাশতের একটি হাসপাতালে আগুন লেগে নয় রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জুন) লাগা আগুনে এসব রোগীর মৃত্যু হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

মঙ্গলবার (১৮ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রাশতের গিলান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সের প্রেসিডেন্ট মোহাম্মদ তাগি আশোবি এক বিবৃতিতে জানান, স্থানীয় সময় সোমবার রাত দেড়টার দিকে রাশত শহরের কায়েম হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নয় রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ছয়জন নারী ও তিনজন পুরুষ। তারা সবাই হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ২৫০ বিশিষ্ট হাসপাতালটিতে অগ্নিকাণ্ডের সময় ১৪২ রোগী ছিলেন। অগ্নিকাণ্ডের কারণ জানতে ইতোমধ্যে তদন্তকাজ শুরু হয়েছে।

নভেম্বরে দেশটির গিলান প্রদেশের ল্যাঙ্গারুদ শহরের একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সেই ঘটনায় অন্তত ৩২ জন নিহত হন।