ঢাকা | বঙ্গাব্দ

নতুন ছবিতে ভক্তদের জন্য বড় চমক থাকছে অঙ্কুশের

মির্জার সাফল্যকে সঙ্গে নিয়েই এবার নতুন ছবির পরিকল্পনা শুরু করে দিলেন অভিনেতা-প্রযোজক অঙ্কুশ।
  • | ২০ জুন, ২০২৪
নতুন ছবিতে ভক্তদের জন্য বড় চমক থাকছে অঙ্কুশের অঙ্কুশ হাজরা

ঈদে মুক্তি পেয়েছিল অঙ্কুশের প্রযোজিত প্রথম ছবি ‘মির্জা: পার্ট ১ জোকার’। বক্স অফিসে ছবির ফল বেশ ভালো। সিনেমা হলে পঞ্চাশ দিন পূর্ণ করেছে এই ছবি। মির্জার সাফল্যকে সঙ্গে নিয়েই এবার নতুন ছবির পরিকল্পনা শুরু করে দিলেন অভিনেতা-প্রযোজক অঙ্কুশ।


সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করে এ অভিনেতা ভ্ক্ত-অনুরাগীদের জিজ্ঞেস করেন, কোন ছবি হলে দর্শক হবে খুশি। ‘মির্জা’র মতো ফের অ্যাকশন ছবি নাকি রোমান্টিক কমেডি, ফ্যামিলি এন্টারটেইনমেন্ট, ড্রামা! মির্জার পর ছুটি কাটানো শেষ। পরের কাজের পরিকল্পনা শুরু। আবার এক নতুন যুদ্ধের জন্য তৈরি হওয়া।’


ছবির পঞ্চাশ দিন পূর্ণ হওয়ার খবর জানিয়ে অঙ্কুশ লিখেছেন, ‘প্রযোজক হিসেবে যখন আপনার প্রথম সিনেমা সম্পূর্ণ নিজের জোরে পঞ্চাশ দিন পূর্ণ করে সেই আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না। হাউসফুল শো দারুণ রেসপন্স সুপার পজিটিভ রিভিউ। দর্শকদের প্রশংসা আর সাপোর্ট এই সবই মির্জাকে বাংলার সফল বাণিজ্যিক সিনেমা করে তুলেছে।’


অভিনেতা লিখেন, ‘মির্জা পার্ট ২ তে আরও বেশি উগ্রতা, গভীরতা, টুইস্ট, ভালোবাসা, মজা, বিনোদন আর অ্যাকশন অবশ্যই বেশি থাকবে। বেশ তাহলে খুব শিগগিরিই দেখা হবে।’


উল্লেখ্য, অঙ্কুশ রোমান্টিক-কমেডি চলচ্চিত্র ‘কেল্লাফতে’ এ অভিনয়ের মাধ্যমে সবার চোখে পড়েন। প্রিন্স এন্টারটেইনমেন্ট পি৪-এর ব্যানারে পীযূষ সাহার পরিচালনায় মুক্তি পাওয়া এই ছবিটি মোটামুটি হিট হলেও এই চলচ্চিত্রে অঙ্কুশের অভিনয় সবার চোখে পড়ে।