ঢাকা | বঙ্গাব্দ

সবার আগে শেষ ষোলোতে জার্মানি

এবারের ইউরো ফেবারিট হিসেবেই শুরু করে জার্মানি। একে তো ঘরের মাঠে খেলা, তার ওপর ইউলিয়ানস নাগেলসমানের অধীনে নিজেদের যেন ফিরে পেতে শুরু করেছে ডাই-মনশাফটরা।
  • | ২০ জুন, ২০২৪
সবার আগে শেষ ষোলোতে জার্মানি গোলের পর উদযাপনে মুসিয়ালা ও গুনদোয়ান

এবারের ইউরো ফেবারিট হিসেবেই শুরু করে জার্মানি। একে তো ঘরের মাঠে খেলা, তার ওপর ইউলিয়ানস নাগেলসমানের অধীনে নিজেদের যেন ফিরে পেতে শুরু করেছে ডাই-মনশাফটরা। সেই ধারণা যে ভুল ছিল না, তা সবার আগে ইউরোর শেষ ষোলো নিশ্চিত করে জানান দিলো নয়্যার-গুনদোয়ানরা। 


গতকাল বুধবার (২০ জুন) রাতে 'এ' গ্রুপের ম্যাচে হাঙ্গেরিকে ২-০ গোলে হারিয়েছে জার্মানি। দলের জয়ে একটি করে গোল করেছেন জামাল মুসিয়ালা এবং ইলকায় গুনদোয়ান।


এমএইচপি অ্যারেনায় জার্মানি এগিয়ে যায় ম্যাচের ১৭ মিনিটেই। গুনদোয়ানের বাড়ানো বল থেকে জাল খুঁজে নেন ওয়ান্ডার বয় মুসিয়ালা। পরে গুনদোয়ান জয়সূচক গোলটি করেন ম্যাচের ৬৭তম মিনিটে। 


এদিকে, একই গ্রুপের রাতের অন্য ম্যাচে স্কটল্যান্ড-সুইজারল্যান্ড করেছে পয়েন্ট ভাগাভাগি। ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে স্কটিশদের হয়ে গোল করেছেন স্কট ম্যাকতমিনে। সুইসদের হয়ে গোলটি জেরদান শাকিরির।