ঢাকা | বঙ্গাব্দ

নিজ বাড়িতে গভীর রাতে খুন হলেন স্বামী-স্ত্রী

রাজধানীর যাত্রাবাড়ীতে নিজ বাড়িতে খুন হয়েছেন এক দম্পতি।
  • | ২০ জুন, ২০২৪
নিজ বাড়িতে গভীর রাতে খুন হলেন স্বামী-স্ত্রী রাজধানীর যাত্রাবাড়ীতে নিজ বাড়িতে খুন হয়েছেন এক দম্পতি

রাজধানীর যাত্রাবাড়ীতে নিজ বাড়িতে খুন হয়েছেন এক দম্পতি। নিহতের নাম শফিকুর রহমান (৬০) ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন (৫০)। জানা গেছে, গভীর রাতে তাদের কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।


আজ বৃহস্পতিবার (২০ জুন)বেলা ১১টায় যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। তবে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন তা এখনো জানা যায়নি। 


আবুল হাসান জানান, আমরা খবর পেয়ে সকাল ৭টায় ঘটনাস্থলে এসেছি। এসে শফিকুর রহমান ও তার স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মনে হচ্ছে, গভীর রাতে দুর্বৃত্তরা তাদের এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়।


এরইমধ্যে ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক টিম এসেছে তারা আলামত সংগ্রহ করছে। আলামত সংগ্রহ শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে। তদন্ত চলছে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান তিনি।

জানা গেছে, এই দম্পতির ছেলে একজন পুলিশ সদস্য, তার নাম ইমন। ঘটনার আগে ইমন দাদাবাড়ি চলে যান, আর তার স্ত্রী বাবার বাড়ি যান।


ডিএমপির ওয়ারি বিভাগের উপ-কমিশনার মো. ইকবাল হোসাইন এ ঘটনা নিয়ে বলেছেন, এটি হত্যাকাণ্ড নাকি অন্য কিছু তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া পরিকল্পিত হত্যাকাণ্ড কি না সেই বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি। তবে বাসার আলমারি খোলা পাওয়া গেছে। আমরা হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করতে কাজ করে যাচ্ছি।