ঢাকা | বঙ্গাব্দ

বাইডেন-নেতানিয়াহু বৈঠক বাতিল

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সমালোচনা করায় বিপাকে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।নিরাপত্তা ইস্যুতে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বৈঠকের কথা ছিল ইসরায়েলের। কিন্তু বাইডেন ও তার প্রশাসনের সমালোচনা করায় ওই বৈঠক বাতিল করেছে যুক্তরাষ্ট্র। খবর আনাদোলুর। বৃহস্পতিবারের ওই বৈঠকে ইরানের পারমাণবিক ইস্যুতে নেতানিয়াহুর সঙ্গে বাইডেনের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইসরায়েলের গণমাধ্যম হারেৎজের বরাত দিয়ে আনাদোলু জানায়, আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েলে অস্ত্রের চালান পাঠাতে বিলম্ব করায় বাইডেন প্রশাসনের কঠোর সমালোচনা করেছেন নেতানিয়াহু। মঙ্গলবার (১৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা ভিডিওবার্তায় নেতানিয়াহু বাইডেনের সমালোচনা করে বলেন, গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র গোলাবারুদ ও অস্ত্রের চালান পাঠানো বন্ধ রেখেছে, এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। এ পোস্ট দেখে বেজায় চটে যায় বাইডেন প্রশাসন। হারেৎজের প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, গুরুত্বপূর্ণ ও গোপন ওই বৈঠকের এজেন্ডা ছিল ইরানের পরমাণু কমসূচি। উচ্চ পর্যায়ের ওই বৈঠকের পরিবর্তে ইসরায়েলের কৌশলগত বিষয়ক (স্ট্রেটেজিক অ্যাফেয়ার্স) মন্ত্রী রণ ডেরমার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন মার্কিন জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে বৈঠক করতে। উল্লেখ্য, গাজায় নিরপরাধ নারী ও শিশুদের ওপর মার্কিন অস্ত্র দিয়ে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে বলে আন্তর্জাতিক মহলের সমালোচনার পর যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি অস্ত্রের চালান বন্ধ রাখে। এদিকে, হিজবুল্লাহ, হুথি ও হামাসের হামলা প্রতিহত করতে দ্রুত ফুরিয়ে আসছে ইসরায়েলের অস্ত্র ভাণ্ডার। এজন্য বাইডেনকে বারবার অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের তাগিদ দিয়ে আসছেন নেতানিয়াহু। জুনের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে ৩ বিলিয়ন ডলারে ২৫টি এফ-৩৫ যুদ্ধবিমান ক্রয় করার চেষ্টা করে ইসরায়েল। সর্বশেষ চলতি বছরের এপ্রিলে ২৬.৪ বিলিয়ন ডলার মার্কিন অনুদান পায় ইসরায়েল, এর মধ্যে ছিল ১৪ বিলিয়ন ডলারের সমরাস্ত্র।
  • | ২০ জুন, ২০২৪
বাইডেন-নেতানিয়াহু বৈঠক বাতিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সমালোচনা করায় বিপাকে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।নিরাপত্তা ইস্যুতে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বৈঠকের কথা ছিল ইসরায়েলের। কিন্তু বাইডেন ও তার প্রশাসনের সমালোচনা করায় ওই বৈঠক বাতিল করেছে যুক্তরাষ্ট্র। খবর আনাদোলুর।

বৃহস্পতিবারের ওই বৈঠকে ইরানের পারমাণবিক ইস্যুতে নেতানিয়াহুর সঙ্গে বাইডেনের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইসরায়েলের গণমাধ্যম হারেৎজের বরাত দিয়ে আনাদোলু জানায়, আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েলে অস্ত্রের চালান পাঠাতে বিলম্ব করায় বাইডেন প্রশাসনের কঠোর সমালোচনা করেছেন নেতানিয়াহু।

মঙ্গলবার (১৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা ভিডিওবার্তায় নেতানিয়াহু বাইডেনের সমালোচনা করে বলেন, গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র গোলাবারুদ ও অস্ত্রের চালান পাঠানো বন্ধ রেখেছে, এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। এ পোস্ট দেখে বেজায় চটে যায় বাইডেন প্রশাসন। হারেৎজের প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, গুরুত্বপূর্ণ ও গোপন ওই বৈঠকের এজেন্ডা ছিল ইরানের পরমাণু কমসূচি।

উচ্চ পর্যায়ের ওই বৈঠকের পরিবর্তে ইসরায়েলের কৌশলগত বিষয়ক (স্ট্রেটেজিক অ্যাফেয়ার্স) মন্ত্রী রণ ডেরমার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন মার্কিন জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে বৈঠক করতে।  

উল্লেখ্য, গাজায় নিরপরাধ নারী ও শিশুদের ওপর মার্কিন অস্ত্র দিয়ে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে বলে আন্তর্জাতিক মহলের সমালোচনার পর যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি অস্ত্রের চালান বন্ধ রাখে।

এদিকে, হিজবুল্লাহ, হুথি ও হামাসের হামলা প্রতিহত করতে দ্রুত ফুরিয়ে আসছে ইসরায়েলের অস্ত্র ভাণ্ডার। এজন্য বাইডেনকে বারবার অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের তাগিদ দিয়ে আসছেন নেতানিয়াহু। জুনের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে ৩ বিলিয়ন ডলারে ২৫টি এফ-৩৫ যুদ্ধবিমান ক্রয় করার চেষ্টা করে ইসরায়েল। সর্বশেষ চলতি বছরের এপ্রিলে ২৬.৪ বিলিয়ন ডলার মার্কিন অনুদান পায় ইসরায়েল, এর মধ্যে ছিল ১৪ বিলিয়ন ডলারের সমরাস্ত্র।