পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ উৎসব করেছেন কুয়েতের অবস্থানরত চট্টগ্রাম প্রবাসীরা। গত মঙ্গলবার (১৮ জুন) রাতে কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে এ অনুষ্ঠান হয়।
সংগঠক ব্যক্তিত্ব শামসুল হকের সভাপতিত্বে ও বেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ ঈদ উৎসবে উপস্থিত ছিলেন কুয়েত বাংলাদেশ কমিউনিটির সভাপতি মুরাদুল হক চৌধুরী মুরাদ।
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দিন, চট্টগ্রামের বিভিন্ন উপজেলার সংগঠক ব্যক্তিত্বদের মধ্যে নুরুন্নবী, মুসা চৌধুরী, কামাল উদ্দিন, আবু তাহের, লোকমান হোসেন, মো. মনসুর, গাজী তোফাজ্জল হোসেন, মো. রাশেদ, মোহাম্মদ ইউনুস, সুমন বড়ুয়াসহ চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
কুয়েতে অবস্থানরত চট্টগ্রামের প্রবাসীদের সুখে দুঃখে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার অঙ্গীকার করেন। যে যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেন বক্তারা।