ঢাকা | বঙ্গাব্দ

কোরআন পোড়ানোর অভিযোগ, পাকিস্তানে অভিযুক্তকে ছিনিয়ে হত্যা

অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই বৃহস্পতিবার রাতে অভিযুক্তকে আটক করে হেফাজতে নেয় পুলিশ। তবে অভিযুক্তের পরিচয় প্রকাশ করা হয়নি।
  • | ২১ জুন, ২০২৪
কোরআন পোড়ানোর অভিযোগ, পাকিস্তানে অভিযুক্তকে ছিনিয়ে হত্যা ঘটনা পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার সোয়াত জেলায়

কোরআন পোড়ানোর অভিযোগে পাকিস্তানে এক ব্যক্তিকে হত্যা করেছে উন্মত্ত জনতা। ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ পেয়ে তাকে আটক করে পুলিশ। কিন্তু পুলিশি হেফাজত থেকে ওই ব্যক্তিকে জোর করে বের করে হত্যা করে জনতা। তার পরে প্রকাশ্যে ঝুলিয়ে দেওয়া হয় ওই ব্যক্তির মৃতদেহ।

টনাটি ঘটেছে উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার সোয়াত জেলায়। স্থানীয় পুলিশের প্রধান জাহিদুল্লাহ জানান, কোরআন পোড়ানোর অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি নাকি পবিত্র ধর্মগ্রন্থের বেশ কয়েকটা পাতা পুড়িয়েছেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই বৃহস্পতিবার রাতে অভিযুক্তকে আটক করে হেফাজতে নেয় পুলিশ। তবে অভিযুক্তের পরিচয় প্রকাশ করা হয়নি।

অভিযুক্তের গ্রেফতারির খবর পেয়েই থানার সামনে জড়ো হয় বিশাল জনতা। মাদয়ান থানার সামনে গিয়ে তারা দাবি করতে থাকেন, অভিযুক্তকে তাদের হাতে তুলে দিতে হবে। কিন্তু জনতার দাবি মানতে চায়নি পুলিশ। সেই রাগে থানা লক্ষ্য করে গুলি শুরু করে উন্মত্ত জনতা। পালটা গুলি চালায় পুলিশও। সেই গোলাগুলির মধ্যে পড়ে গুরুতর আহত হন এক ব্যক্তি। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনায় আরও ক্ষিপ্ত হয়ে থানায় আগুন ধরিয়ে দেয় আমজনতা। থানায় জোর করে ঢুকে অভিযুক্তকে সোজা গুলি করে হত্যা করা হয়। তার পর অভিযুক্তের মৃতদেহ বের করে এনে ঝুলিয়ে দেওয়া হয় প্রকাশ্যেই। তার পর থেকে ব্যাপক বিশৃঙ্খলা শুরু হয় মাদয়ান এলাকাজুড়ে। যার ফলে ইতিমধ্যেই আহত হয়েছেন আটজন। বিপুল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায়।