ঢাকা | বঙ্গাব্দ

মার্কিন কলেজ থেকে স্নাতক হলেই গ্রিন কার্ড!

মার্কিন ভোটারদের ৫৯ শতাংশই চান অভিবাসীদের নাগরিকত্ব দেওয়া হোক। ওয়াকিবহাল মহলের মতে, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অভিবাসী ইস্যু বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
  • | ২১ জুন, ২০২৪
মার্কিন কলেজ থেকে স্নাতক হলেই গ্রিন কার্ড! মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন কলেজ থেকে স্নাতক হলেই গ্রিন কার্ড দেওয়া হবে বিদেশি শিক্ষার্থীদের। মার্কিন প্রেসিডেনশিয়াল নির্বাচনের আবহে এই কথা বললেন ডোনাল্ড ট্রাম্প। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের কথায়, মার্কিন কলেজগুলো থেকে স্নাতক হওয়ার পরে শিক্ষার্থীরা দেশে ফিরে কোটিপতি হয়ে যায়। এই বিষয়টা আটকানো দরকার। উল্লেখ্য, অভিবাসীদের তীব্র বিরোধী হিসাবেই পরিচিত ট্রাম্প। তার মুখে এমন কথা শুনে অবাক ওয়াকিবহাল মহল।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি সমীক্ষায় উঠে এসেছে, মার্কিন ভোটারদের ৫৯ শতাংশই চান অভিবাসীদের নাগরিকত্ব দেওয়া হোক। ওয়াকিবহাল মহলের মতে, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অভিবাসী ইস্যু বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এই পরিস্থিতিতে একটি পডকাস্টে বিদেশি শিক্ষার্থীদের নিয়ে কথা বলেন ট্রাম্প। উল্লেখ্য, প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হয়েছেন তিনি।

পডকাস্টে ট্রাম্প বলেন, “যেটা করতে চাই- সেটা এরকম হবে। কেউ যদি মার্কিন কলেজ থেকে ডিগ্রি লাভ করে তাহলেই গ্রিন কার্ড দেওয়া হবে ওই শিক্ষার্থীকে। সেই গ্রিন কার্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা।” কেন এমন কথা ট্রাম্পের মুখে? উত্তরে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বলেন, “এমন অনেক ঘটনা শুনেছি যে বিদেশ থেকে যুক্তরাষ্ট্রে পড়তে আসা পড়ুয়ারা এখানে থেকে যেতে চেয়েছেন। মার্কিন সংস্থাগুলোয় কাজ করে সেখানকার উন্নতি করতে চেয়েছেন, কিন্তু পারেননি।”

ট্রাম্পের মতে, মার্কিন সংস্থাগুলোর উন্নতির জন্য বিদেশি শিক্ষার্থীদের অনেক পরিকল্পনা থাকে। কিন্তু সেই পরিকল্পনা যুক্তরাষ্ট্রে কাজে লাগানোর সুযোগ মেলে না। শিক্ষার্থীরা নিজের দেশে ফিরে গিয়ে স্বদেশীয় সংস্থায় সেই পরিকল্পনা প্রয়োগ করেন আর কোটিপতি হয়ে যান। তাদের মাধ্যমেই উন্নতি করে ভারত, চিনের মতো দেশের সংস্থাগুলো। সেটা যেন আটকানো যায়, সেই জন্যই গ্রিন কার্ড দেওয়ার পরিকল্পনা করছেন ট্রাম্প। উল্লেখ্য, অভিবাসীদের উপরেই অনেকখানি নির্ভর করে মার্কিন অর্থনীতি। সেদেশের প্রচুর সংস্থায় কর্মরত আছেন বিদেশিরা। ভোটের আগে সেই বিষয়টি মাথায় রেখেই ‘অভিবাসী বন্ধু’ হয়ে উঠেছেন ট্রাম্প।