আজ দশম আন্তর্জাতিক যোগ দিবস। বিশ্বের নানা প্রান্তে পালিত হচ্ছে এই বিশেষ দিন। একসঙ্গে সকলে অনুশীলন করছেন যোগব্যায়াম। সে রকমই এক ছবি দেখা গেল নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কোয়ারে। যেখানে হাজার হাজার মানুষকে দেখা যায় যোগাসন করতে। যোগ দিবস উপলক্ষে টাইমস স্কোয়ারে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে ভারতীয় দূতাবাস।
যোগাসন সমস্ত সীমানা অতিক্রম করে বিশ্বের সকল মানুষকে একত্রিত করেছে। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ সুস্থতার সাধনায় ব্রতী হয়েছেন। এদিন সেই চিত্রই ধরা পড়ল টাইমস স্কোয়ারে। এক সঙ্গে এত মানুষের অংশগ্রহণে উচ্ছ্বসিত নিউ ইয়র্কের ভারতীয় দূতাবাস। টাইমস স্কোয়ারে যোগ দিবসের জন্য মোট ৭টি সেশনের আয়োজন করা হয়।
যুক্তরাষ্ট্রের পাশাপাশি যোগ দিবস পালিত হয়েছে নেপাল, জাপান-সহ বিভিন্ন দেশে। এদিন, সকাল থেকেই ভারী বৃষ্টি হচ্ছিল জাপানের রাজধানী টোকিওতে। কিন্তু তাতেও পরোয়া না করে ছাতা মাথায় দিয়ে একটি ধর্মীয় স্থানে যোগ দিবস পালন করেন বহু মানুষ। জাপানের ভারতীয় দূতাবাসের তরফে সেই ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে।
আজ, শুক্রবার ১০ বছর পূর্ণ হয়েছে আন্তর্জাতিক যোগ দিবসের। এই বছরের যোগ দিবসের থিম, ‘নিজের এবং সমাজের জন্য যোগ।’ ব্যক্তি মঙ্গল এবং সামাজিক সম্প্রীতি উভয়ই বৃদ্ধিতে যোগের গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছে। এবছরের বিশেষ এই দিনের লক্ষ্য, তরুণ মন এবং দেহের উপর যোগের গভীর প্রভাব তুলে ধরা। হাজার হাজার মানুষকে যোগব্যায়াম অনুশীলনে একত্রিত করা, বিশ্বব্যাপী স্বাস্থ্য এবং সুস্থতার প্রচার করা।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর জাতিরসংঘে ভাষণ দেওয়ার সময় ভারতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন। আর সেই বছরই তার প্রস্তাব গ্রহণ ১১ ডিসেম্বর, জাতিরসংঘের সাধারণ পরিষদ ওই দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে ঘোষণা করে।