ঢাকা | বঙ্গাব্দ

তাজিকিস্তানেই নিষিদ্ধ হিজাব!

তাজিকিস্তানে জাতীয় পোশাক পরার উপরেই জোর দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে মহিলাদের জাতীয় পোশাক পরার আর্জি জানিয়ে মেসেজ পাঠানোর কথাও জানা গেছে।
  • | ২১ জুন, ২০২৪
তাজিকিস্তানেই নিষিদ্ধ হিজাব! বহু বছর ধরেই তাজিকিস্তানে হিজাব নিষিদ্ধ

মুসলিম অধ্যুষিত দেশ তাজিকিস্তানে নিষিদ্ধ হতে চলেছে হিজাব। সেদেশের সংসদের উচ্চকক্ষে পাশ হয়েছে এই সংক্রান্ত বিল। পাশাপাশি ঈদে রাস্তায় বেরিয়ে উদযাপনে মাততে পারবে না শিশুরা, এমন বিলও পাশ হয়েছে। সাধারণত এই সব উৎসবের দিনে শিশুরা অন্যদের বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানায়।

৮ মে সংসদের নিম্নকক্ষে হিজাব সংক্রান্ত বিলটি পাশ হয়। এবার উচ্চকক্ষেও পাশ হল এই বিল। বিলটিতে প্রথাগত পোশাককে টার্গেট করা হয়েছে। বিশেষত হিজাব। যাকে ‘এলিয়েনদের পোশাক’ বলে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ তা যেন তাজিকিস্তানের সংস্কৃতির সঙ্গে ঠিক খাপ যায় না।

প্রসঙ্গত, সরকারি ভাবে হিজাব নিষিদ্ধ করার সিদ্ধান্ত সবে নেওয়া হলেও বহু বছর ধরেই তাজিকিস্তানে হিজাব নিষিদ্ধ। তবে তাতে কোনও সরকারি সিলমোহর ছিল না। পাশাপাশি বড় দাড়ি রাখাও সেদেশে কার্যত নিষিদ্ধই। ২০০৭ সালে সেদেশের শিক্ষা মন্ত্রণালয় ইসলামিক পোশাক ও মিনিস্কার্টের মতো পশ্চিমী পোশাক, দুই-ই পড়ুয়াদের জন্য নিষিদ্ধ করে।

সাম্প্রতিক সময়ে তাজিকিস্তানে জাতীয় পোশাক পরার উপরেই জোর দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে মহিলাদের জাতীয় পোশাক পরার আর্জি জানিয়ে মেসেজ পাঠানোর কথাও জানা গেছে। তাজিকিস্তানের ৯৬ শতাংশেরও বেশি মানুষ মুসলিম। ২০০৯ সাল থেকে সেদেশের সরকারি ধর্ম ইসলাম। তবে এরই পাশাপাশি অন্যান্য ধর্মপালনের পূর্ণ স্বাধীনতাও দিয়েছে তাজিক প্রশাসন।