যুক্তরাষ্ট্রকে ৯ উইকেটে উড়িয়ে, সুপার এইটে ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শনিবার (২২ জুন) বার্বাডোজের ব্রিজটাউনে ক্যাবিরিয়দের বোলিং তোপে ১২৮ রানে গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র। জবাবে শাই হোপের তাণ্ডবে ১০ ওভার ৫ বলে ১ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ক্যারিবিয়রা।
প্রথম রাউন্ডে দারুণ ক্রিকেট খেলে সবাইকে বিস্মিত করলেও, সুপার এইট পর্ব কত কঠিন তা হাড়ে হাড়ে বুঝছে যুক্তরাষ্ট্র। তাও এই রাউন্ডে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেই ১৮ রানে হেরেছিলো যুক্তরাষ্ট্র। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাঁড়াতেই পারেনি। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে পরাজিত ক্যারিবিয়রা, ইংরেজদের কাছে পরাজয়ের সব জ্বালা মিটিয়েছে যুক্তরাষ্ট্রের উপর।
সুপার এইটের এই ম্যাচে টস জিতে বোলিং নিয়ে, যুক্তরাস্ট্রকে চেপে ধরে ওয়েস্ট ইন্ডিজ। যদিও পাওয়ার প্লে'র ৬ ওভারে ১ উইকেটে ৪৮ রান তুলে, শুরুটা খারাপ করেনি যুক্তরাষ্ট্র। কিন্তু নিতিশ কুমার ২০ এবং এন্ড্রিচ গউস ২৯ করে ফিরে গেলে; দলীয় ৮৮ রানেই ৬ উইকেট হারিয়ে; কঠিন চাপে পড়ে এবং ১২৮ রানেই গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্দ্রে রাসেল এবং রস্টন চেজ নিয়েছেন ৩টি করে উইকেট। গতির দানব আলজেরি জোসেফ নিয়েছেন ২ উইকেট। জবাবে ওপেনার শাই হোপ এর তাণ্ডবে ৫৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। ২৬ বলে হাফসেঞ্চুরি করা হোপ, শেষ পর্যন্ত ৮ ছক্কায় ৩৯ বলে ৮২ করে অপরাজিত থাকেন। গ্রুপ টু'তে দক্ষিণ আফ্রিকা ২ ম্যাচে ৪ পয়েন্ট এবং ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের সংগ্রহ ২ ম্যাচে ২ পয়েন্ট।