রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কের মধ্যেই যশোরে শার্শায় সাপের কামড়ে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের নাম ফোরকান হোসেন (১২)। সে শার্শার ডিহি ইউনিয়নের টেংরালি গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
গতকাল শুক্রবার (২১ জুন) রাতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
জানা গেছে, শুক্রবার সকালে একই উপজেলার কাশিপুর বেলতায় ফুপুর বাড়িতে বেড়াতে যায় ফোরকান। সেখানেই কোনো এক সময় ফোরকানকে বিষধর সাপে কামড় দেয়। তবে বাড়ি ফিরে বিকেল ৩টার সাপে কাটার কথা বাবা-মাকে জানান তিনি। এরপর তার পরিবারের স্বজনরা বিভিন্ন কবিরাজ ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক দেওয়ায়। এতে ফোরকানের শারীরিক অবস্থার অবনতি হলে তার স্বজনরা তাকে যশোরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুস সামাদ বলেন, রাত ৯টার দিকে ফোরকানকে হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। তখন সে মৃত ছিল। তার হাতে বেশ কয়েকটি স্থানে সাপে কাটার চিহ্ন পাওয়া গেছে।