পাকিস্তান একটি গাড়িতে রাখা বোমা বিস্ফোরণে ৫ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। শুক্রবার দেশটির উত্তর–পশ্চিমাঞ্চলে আফগানিস্তানের সীমান্তসংলগ্ন এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পার্বত্য খুররাম জেলায় এই ‘হামলা’র ঘটনা ঘটে। ওই এলাকায় পাকিস্তানি তালেবান ও ইসলামিক স্টেট গ্রুপ (আইএস) দীর্ঘদিন ধরে বেশ সক্রিয়।
বিবৃতিতে আরও বলা হয়, গাড়িতে আগে থেকে পেতে রাখা বোমার বিস্ফোরণে পাঁচজন সেনাসদস্য শহীদ হয়েছেন। তাৎক্ষণিকভাবে কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।
এদিকে বোমা বিস্ফোরেণে ৫ সেনাসদস্য নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শনিবার বলেছেন, বোমা বিস্ফোরণে নিহত সেনাসদস্যদের জীবন বৃথা যাবে না। কারণ তারা সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে গিয়ে জীবন দিয়েছেন।