তামিলনাড়ুর বিষাক্ত মদপানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫। এখনও চিকিৎসাধীন বহু। এর মাঝেই বিষাক্ত মদ সরবরাহের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় সে-ই মূল অভিযুক্ত। এর আগেই এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে গ্রেফতার হয়েছে ৭ জন। এবার পুলিশের জালে মূল অভিযুক্ত। রাজ্যের তিরুচিরাপল্লী জেলা থেকে বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় আড়াইশো লিটার অবৈধ মদ। এখনও চলছে তল্লাশিঅভিযান।
বুধবার (১৯ জুন) রাতে তামিলভূমের কল্লাকুড়িছি জেলায় বিষাক্ত মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন বহু মানুষ। হাসপাতালে ভর্তি করা হয় সকলকে। বৃহস্পতিবার তাদের মধ্যে ২৫ জনের মৃত্যুর খবর মেলে। তার পর গত দুদিনে পাল্লা দিয়ে বাড়ে অসুস্থের সংখ্যা। অন্তত ১৯৩ জন হাসপাতালে ভর্তি হন। আজ, শনিবার জানা গিয়েছে, বিষাক্ত মদ খেয়ে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫৫ জন। কল্লাকুরিছি মেডিক্যাল কলেজ, পুন্ডুচেরি, সালেম, ভিলুপুরম এবং জিপমের সরকারি মেডিকেল কলেজগুলোতে চিকিৎসা চলছে বাকিদের। বুধবারের এই ঘটনার পরই মূল অভিযুক্তকে ধরতে তল্লাশি শুরু করে পুলিশ।
শনিবার, কল্লাকুড়িছি পুলিশ জানিয়েছে, চিন্নাদুরাই নামে এক ব্যক্তিকে বিষাক্ত মদ সরবরাহের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। পুলিশের অনুমান, সে করুণাপুরমে চোলাই মদ সরবরাহ করত। সেখান থেকে তা নানা প্রান্তে পৌঁছে যেত। আর ঘটনায় শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে বিরোধীরা। অভিযুক্তের কড়া শাস্তির দাবিতে প্রতিবাদে সামিল হয়েছে সাধারণ মানুষ।