নিজবাহিনীর এক মহিলা কনস্টেবলের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্ক! সে কারণেই ডিএসপির পদ থেকে সরিয়ে কনস্টেবলের পদে বসানো হল উত্তরপ্রদেশ পুলিশের এক কর্মকর্তাকে। ওই পুলিশ কর্মকর্তার নাম কৃপাশঙ্কর কনৌজিয়া। আবাসিক হোটেলে এক নারী কনস্টেবলের সঙ্গে বিব্রতকর অবস্থায় ধরাপড়ার তিন বছর পর তাকে এই ‘শাস্তি’ দেয়া হলো।
উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে জানা গেছে, কৃপাশঙ্কর উত্তর প্রদেশের উন্নাওয়ের বিঘাপুরের সার্কেল অফিসার (সিও) হিসাবে কর্মরত ছিলেন। বর্তমানে তাকে গোরক্ষপুরের ২৬তম প্রাদেশিক আর্মড কনস্ট্যাবুলারি (পিএসি) ব্যাটালিয়নে কনস্টেবল পদে বসানো হয়েছে।
ঘটনার সূত্রপাত, তিন বছর আগে। ২০২১ সালের জুলাই মাসে, পারিবারিক কারণ দেখিয়ে ছুটিতে যান ওই অফিসার। কিন্তু বাড়িতে না ফেরার পর ‘বিপদ’ আঁচ করতে পেয়ে তাঁর স্ত্রী উন্নাওয়ের এসপির দারস্থ হন। তার পরেই কৃপাশঙ্করের নিখোঁজের অভিযোগ দায়ের করেন তাঁর স্ত্রী।
কৃপাশঙ্করকে খুঁজতে লেগে পড়েন বাহিনীর কর্মীরা। তদন্তে নেমে পুলিশকর্তার ব্যক্তিগত ও সরকারি মোবাইল নম্বর বন্ধ পায় তারা। মোবাইল নেটওয়ার্ক ট্র্যাক করে কানপুরের একটি হোটেলে পৌঁছায় পুলিশ। সেখানেই কেঁচো খুড়তে কেউটে! হোটেলের সিসিটিভি ফুটেজে এক মহিলা সঙ্গে তাকে দেখা যায়। প্রকাশ্যে আসে কৃপাশঙ্করের বিবাহ-বহির্ভূত সম্পর্ক।