ঢাকা | বঙ্গাব্দ

ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা

চলতি বিশ্বকাপে কোনো ম্যাচ না হেরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নেমেছিল দক্ষিণ আফ্রিকা।
  • | ২৪ জুন, ২০২৪
ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা জয় নিশ্চিতের পর প্রোটিয়াদের উল্লাস

চলতি বিশ্বকাপে কোনো ম্যাচ না হেরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। তবে ভাগ্যের কী নির্মম পরিহাস, এই ম্যাচ হারলেই আবার আসর থেকে বিদায় হয়ে যেত প্রোটিয়াদের। যেখানে ইংল্যান্ড দুই ম্যাচ হেরেই তাদের আগে কেটেছিল সেমিফাইনালের টিকিট। অবশ্য ভাগ্য বিধাতা এতো নির্দয় হলো না মার্করাম-ক্লাসেনদের ওপর।


আজ সোমবার (২৪ জুন) সুপার এইটের শেষ ম্যাচে বৃষ্টি আইনে (ডিএলএস মেথড) ওয়েস্ট ইন্ডিজকে ৩ উইকেটে হারিয়ে শেষ চারে উঠেছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচসেরা হয়েছেব তাবরাইজ শামসি। 


অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। এরপর বৃষ্টির কারণে ম্যাচ ১৬ ওভারে নেমে আসলে দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য দাঁড়ায় ১২৩।


সেই রান তাড়ায় নেমে শুরুতেই রিজা হেনড্রিকসের (১ বলে ০) উইকেট হারালেও ত্রিস্তান স্টাবস, হাইনরিখ ক্লাসেনদের প্রচেষ্টায় ৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। স্টাবস করেন ২৯ রান। ক্লাসেনের ব্যাট থেকে আসে ২২ রান। শেষে ১৪ বলে ২১ রান করে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন মার্কো ইয়ানসেন।


উইন্ডিজের হয়ে ১২ রানে ৩ উইকেট নেন রস্টন চেজ। দুটি করে উইকেট পান আলজারি জোসেফ ও আন্দ্রে রাসেল। 


এর আগে, ব্যাটিংয়ে নেমে ৫ রানেই শাই হোপ আর নিকোলাস পুরানের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর ৮১ রানের জুটি গড়েন কাইল মেয়ার্স এবং রস্টন চেজ। তবে এই জুটি ভাঙতেই ভেঙে পড়ে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ। চেজ করেন সর্বোচ্চ ৫২ রান। ৩৫ রান আসে মেয়ার্সের ব্যাট থেকে। প্রোটিয়াদের হয়ে ২৭ রানে ৩ উইকেট নেন তাবরাইজ শামসি।