ঢাকা | বঙ্গাব্দ

পানামাকে কোনো সুযোগই দিলো না উরুগুয়ে

জয় দিয়েই কোপা আমেরিকা শুরু করেছে উরুগুয়ে।
  • | ২৪ জুন, ২০২৪
পানামাকে কোনো সুযোগই দিলো না উরুগুয়ে পানামাকে ৩-১ গোলে হারিয়েছে মার্সেলো বিয়েলসার শিষ্যরা

জয় দিয়েই কোপা আমেরিকা শুরু করেছে উরুগুয়ে। আজ সোমবার (২৪ জুন) ভোরে পানামাকে ৩-১ গোলে হারিয়েছে মার্সেলো বিয়েলসার শিষ্যরা।


এবারের কোপা শুরুর আগে আসরের অন্যতম ফেবারিট ধরা হচ্ছিল উরুগুয়েকে। সেটা কোচ বিয়েলসার কারণেই। এছাড়া কোপা শুরুর আগে দুই লাতিন ফেবারিট ব্রাজিল-আর্জেন্টিনাকেও হারানোর সুখস্মৃতি আছে দলটির। 


সেই উরুগুয়ে এদিন ১৬ মিনিটেই এগিয়ে যায় ম্যাক্সিমিলানো আরাউহোর গোলে। ওই এক গোলেই উরুগুয়ে ছিল জয়ের পথে। তবে শেষদিকে আরও দুটি গোল পেয়ে যায় দলটি। ৮৫ মিনিটে ডারউইন নুনিয়েজ এবং ইনজুরি সময়ের প্রথম মিনিটে মাতিয়াস ভিয়া গোল করলে ৩-০ গোলে এগিয়ে যায় উরুগুয়ে। ইনজুরি সময়ে গোলের দেখা পায় পানামাও। একদম শেষ মুহূর্তে গোল করে হারের ব্যবধান কমান মাইকেল আমির মুরিয়ো।


এদিকে, বলিভিয়াকে হারিয়ে আসর শুরু করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ক্রিস্তিয়ান পুলিসিক এবং ফোলারিন বলুগুনের গোলে ২-০ গোলের জয় পেয়েছে মার্কিনীরা।