ঢাকা | বঙ্গাব্দ

চরম নাটকীয়তার পর বাংলাদেশের হার, ইতিহাস গড়ে সেমিতে আফগানিস্তান

টাইগারদেরদের শেষ চারের টিকিট কাটতে প্রয়োজন ছিল ১২ ওভার ১ বলে ১১৪ রান। আর আফগানদের এই রান ডিফেন্ড করতে হতো।
  • | ২৫ জুন, ২০২৪
চরম নাটকীয়তার পর বাংলাদেশের হার, ইতিহাস গড়ে সেমিতে আফগানিস্তান উইকেট তুলে উল্লাস রশিদ খানের
বাংলাদেশের সেমিফাইনালে ওঠার সমীকরণ যতটা না কঠিন ছিল, তার চেয়ে বেশি কঠিন ছিল আফগানিস্তানের। টাইগারদেরদের শেষ চারের টিকিট কাটতে প্রয়োজন ছিল ১২ ওভার ১ বলে ১১৪ রান। আর আফগানদের এই রান ডিফেন্ড করতে হতো। শেষ পর্যন্ত টাইগার ব্যাটারদের অদ্ভুত ব্যাটিংয়ে ইতিহাস গড়েছে আফগানিস্তানই।

আজ মঙ্গলবার (২৫ জুন) সেন্ট ভিনসেন্টে বৃষ্টি আইনে (ডিএলএস মেথড) বাংলাদেশকে ৮ রানে হারিয়ে প্রথমবারের মতো টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আফগানিস্তান।

কিংসটাউনে এদিন শুরু থেকেই বড় বাধা ছিল বৃষ্টি। মাঝেমধ্যে এসে দিয়েছে বাগড়া। এর মধ্যে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান করতে পারেনি ১১৫ রানের বেশি। ৫ উইকেট হারালেও রিশাদ-মোস্তাফিজদের তোপে অল্পতেই থামতে হয় তাদের।

৫৯ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। ১৮ রান করা ইব্রাহিম জাদরানকে ফেরান রিশাদ হোসেন। পরে গুলবাদিন নাইব (৪) এবং রহমানুল্লাহ গুরবাজকেও তুলে নেন এই লেগি। মোস্তাফিজুর রহমান ফেরান ১০ রান করা আজমতুল্লাহ ওমরজাইকে। আর তাসকিন আহমেদের শিকার হন ১ রান করা মোহাম্মদ নবী।

পরে এই রান তাড়ায় নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। একপ্রান্তে লিটন দাস উইকেট আঁকরে খেললেও বাকিরা ছিলেন ব্যর্থ। তানজিদ হাসান তামিম ৩ বলে ০, সাকিব আল হাসান গোল্ডেন ডাক নিয়ে সাজঘরে ফেরেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৫, সৌম্য সরকার ১০ আর তাওহীদ হৃদয় ফেরেন ১৪ রান করে।

তারপরেও শেষ ৩ ওভারে ৪৩ রান করলে সেমিতে উঠতে পারতো বাংলাদেশ। কিন্তু তখনই অদ্ভুত ব্যাটিং করেন মাহমুদউল্লাহ রিয়াদ। দিতে থাকেন ডট। পরে ৯ বলে ৬ করে তার বিদায়, আর রিশাদ হোসেনের গোল্ডেন ডাকে সেমির টিকিট ফসকায় বাংলাদেশের হাত থেকে। এরপর ধীর নীতি নিয়ে শুধু জয়ের জন্য খেললেও কাজ হয়নি। লিটন দাস ৫৪ রান করে অপরাজিত থাকলেও অপরপ্রান্তে তানজিম হাসান সাকিব ৩, তাসকিন আহমেদ ২ এবং মোস্তাফিজুর রহমান গোল্ডেন ডাক মারলে জয়ের উৎসবে মাতে আফগানিস্তান।

রশিদ খান ২৩ রানে নেন ৪ উইকেট। ৪ উইকেট পেয়েছেন নবীন উল হকও। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন ফজল হক ফারুকি এবং গুলবাদিন নাইব।