কেরালার নাম বদলে যাচ্ছে। নতুন নাম হচ্ছে ‘কেরালাম’। সোমবার কেরালা বিধানসভায় এই প্রস্তাব পাস হয়ে গেছে। প্রায় এক বছর আগেই কেরালা বিধানসভায় সর্বসম্মতিক্রমে রাজ্যের নাম বদলের প্রস্তাব পাস হয়। তার পরই কেন্দ্রীয় সরকারকে সংবিধান বদল করে কেরালার নাম বদলের আর্জি জানানো হয়। সোমবার ফের এই প্রস্তাব পাস হল। এই প্রস্তাবে সামান্য সংশোধন করা হয়েছে।
কেন্দ্রীয় সরকার যে সংশোধন করতে বলে, সেই সংশোধনই করা হল। প্রসঙ্গত, মালয়ালাম ভাষায় রাজ্যের নাম ‘কেরালাম’-ই। কিন্তু, অন্যান্য ভাষায় ‘কেরালা’ বলে ডাকা হয় ‘ঈশ্বরের আপন দেশ’কে। নতুন প্রস্তাব অনুযায়ী সব ভাষাতেই রাজ্যটিকে ‘কেরালাম’ বলে ডাকতে হবে। সোমবার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানান, সংবিধানের তৃতীয় অনুচ্ছেদ অনুসারে রাজ্যের নাম বদলের জন্য সরকারিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সংবিধানের প্রথম তফসিলে কেরালার নাম বদলে ‘কেরালাম’ করার দাবি জানাচ্ছে রাজ্য সরকার।
বিধানসভার সদস্যরাও রাজ্যের নাম বদলের প্রস্তাবে সম্মতি জানিয়েছেন। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের বিধায়ক এন শামমুদ্দিন অবশ্য রাজ্যের নাম বদলের প্রস্তাবে সংশোধন করার দাবি জানান। ২০২৩ সালের ৯ আগস্ট কেরালা বিধানসভায় রাজ্যের নাম বদলের প্রস্তাব পেশ করা হয়। এই প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাস হয়।