ঢাকা | বঙ্গাব্দ

এবার বোনসহ পরিবারের ১০ জনকে হারালেন হামাস প্রধান

আল জাজিরা জানায়, উত্তর গাজায় ইসমাইল হানিয়ার বাড়িতে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। এ ঘটনায় হানিয়ার বোনসহ পরিবারের ১০ জন নিহত হয়েছেন।
  • | ২৫ জুন, ২০২৪
এবার বোনসহ পরিবারের ১০ জনকে হারালেন হামাস প্রধান হামাস প্রধান ইসমাইল হানিয়া

তিন ছেলে ও নাতি-নাতনিদের হারানোর রেশ কাটতে না কাটতেই বড় ধাক্কা খেলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। গাজা উপত্যকায় শাতি ক্যাম্পে ইসরায়েলি বিমান হামলায় তার পরিবারের ১০ সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে তার বোনও রয়েছেন। মঙ্গলবার (২৫ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

এর আগে এপ্রিলে ইসরায়েলের হামলায় মৃত্যু হয় ইসমাইল হানিয়ার তিন ছেলে ও নাতি-নাতনিদের। আল জাজিরা জানায়, উত্তর গাজায় ইসমাইল হানিয়ার বাড়িতে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। এ ঘটনায় হানিয়ার বোনসহ পরিবারের ১০ জন নিহত হয়েছেন। হামলায় নিহত সবাই হানিয়াহ পরিবারের সদস্য। তবে এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে গত এপ্রিলে ঈদুল ফিতরের দিন ইসরায়েলি বোমা হামলায় গাজা সিটির পশ্চিমে অবস্থিত শাতি শরণার্থী শিবিরের হানিয়ার তিন ছেলে হাজেম, আমির ও মুহাম্মদ ইসমাইল হানিয়া এবং তার অন্তত তিন নাতি-নাতনি নিহত হন।