রাশিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং শীর্ষস্থানীয় রুশ জেনারেল ভ্যালেরি গেরাসিমভের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। ইউক্রেন অভিযানে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেছে আদালত। খবর রয়টার্স।
মঙ্গলবার আইসিসির এক বিবৃতিতে এই দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির তথ্য জানানো হয়। আদালত বলেছে, শোইগু এবং গেরাসিমভ দুজনই দুটি যুদ্ধাপরাধের জন্য দায়ী।
বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ আদালত বলেছে, ২০২২ সালের ১০ অক্টোবর থেকে ২০২৩ সালের ৯ মার্চ পর্যন্ত ইউক্রেনের বৈদ্যুতিক অবকাঠামোতে রাশিয়ার সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দায় ওই দুই সন্দেহভাজনের বলে বিশ্বাস করার মতো যৌক্তিক কারণ খুঁজে পেয়েছেন বিচারকরা।
বেসামরিক বিভিন্ন নিশানায় হামলা পরিচালনা করে ওইসব লক্ষবস্তুসহ বেসামরিক নাগরিকদের চরম ক্ষয়ক্ষতি ডেকে এনেছেন তারা। তাছাড়া, মানবতার বিরুদ্ধেও তারা অপরাধ করেছেন বলে অভিযোগ আছে।
শোইগু বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সেক্রেটারি এবং গেরাসিমভ রাশিয়ার সামরিক বাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ। এই দুইজনের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার ফলে যুদ্ধাপরাধের জন্য ওয়ান্টেড তালিকায় থাকা শীর্ষ রুশ কর্মকর্তার সংখ্যা দাঁড়াল চারজনে।
এর আগে বেআইনিভাবে ইউক্রেনের শিশুদের রাশিয়ায় সরিয়ে নেওয়ার অভিযোগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আরেক কর্মকর্তা মারিয়া লভোভা-বেলোভার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আইসিসি।