ঢাকা | বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পারসোনাল অফিসার বলে প্রতারণা, গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পার্সোনাল অফিসার বঅল নিজেকে পরিচয় দেন তিনি
  • | ০১ মে, ২০২৪
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পারসোনাল অফিসার বলে প্রতারণা, গ্রেপ্তার ১ প্রতারণার অভিযোগে গ্রেপ্তার শাকিল আহমেদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পার্সোনাল অফিসার বঅল নিজেকে পরিচয় দেন তিনি। সম্প্রতি এই পরিচয়ে ৫০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে সেই শাকিল আহমেদের (৪৫) বিরুদ্ধে। এরপরই তাকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের নগর গোয়েন্দা শাখা।


আজ বুধবার (১ মে) বেলা সাড়ে ১১টায় নগরীর বান্দ রোডের মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নগর গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার জাকির হোসেন মজুমদার।


সংবাদ সম্মেলনে তিনি জানান, পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে শাকিল আহমেদ প্রধানমন্ত্রী কার্যালয়ের পার্সোনাল অফিসার পরিচয়ে বরিশাল নগরী ও বিভিন্ন জায়গার কয়েকজনের কাছ থেকে চাকরি দেওয়ার নামে প্রায় পঞ্চাশ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এ বিষয়ে গত ২৯ এপ্রিল বরিশাল কোতোয়ালি মডেল থানায় ভুক্তভোগী নগরীর দক্ষিণ আলেকান্দার আব্দুর রহমানের ছেলে তরিকুল ইসলাম অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতারক শাকিলকে গ্রেপ্তারে অভিযান শুরু করে গোয়েন্দা সংস্থা। পরবর্তী সময়ে নগর গোয়েন্দা শাখা তথ্যপ্রযুক্তির মাধ্যমে প্রতারক শাকিলকে ৩০ এপ্রিল, মঙ্গলবার ঢাকার মিরপুরের কাফরুল এলাকা থেকে গ্রেফতার করে।


এসময় তার কাছ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পার্সোনাল অফিসারের একটি ভুয়া আইডি কার্ডসহ বিভিন্ন সরকারি দপ্তরের আইডি কার্ড জব্দ করা হয়।


উপ-পুলিশ কমিশনার জাকির হোসেন মজুমদার আরও বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পার্সোনাল অফিসার পরিচয়দানকারী শাকিল দীর্ঘদিন ধরেই বরিশাল নগরীর রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।