ঢাকা | বঙ্গাব্দ

কালীগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের কালীগঞ্জ মালগারা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
  • | ২৬ জুন, ২০২৪
কালীগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জ মালগারা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।  গতকাল মঙ্গলবার (২৬ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে ময়নাতদন্তের জন্য পুলিশ লাশ উদ্ধার করেছে।


নিহতের নাম নুরুল ইসলাম (৬০)। তিনি উপজেলার গোড়ল ইউনিয়নের দুলালী গ্রামের মইনুদ্দিনের ছেলে। 


এ ঘটনায় নিয়ে বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুল ইসলামসহ কয়েকজন বাংলাদেশি গতকাল মঙ্গলবার মালগারা সীমান্তে ভারতীয় গরু আনতে গেলে বিএসএফের একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পরে ঘটনাস্থলেই মারা যান নুরুল। তার সঙ্গে থাকা অপর বাংলাদেশিরা এরপর তার মরদেহ দেশের অভ্যন্তরে নিয়ে আসে। 


কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


লালমনিরহাট ১৫ বিজিবি অধিনায়ক লে.কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলে আছি। এই ঘটনায় বেলা ১১টায় ব্যাটলিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে প্রতিবাদ জানানো হবে।