ড্রোন প্রযুক্তিতে বিশ্বে অনেকটা এগিয়ে যাওয়ায় তুরস্ককে যন্ত্রপাতি সরবরাহ বন্ধ করে দেয় যুক্তরাজ্য ও কানাডা। তুরস্ক এবার নিজ দেশের তৈরি করা ইঞ্জিন দিয়ে বায়রাকতার টিবি-৩ নামে সর্বাধুনিক একটি সামরিক ড্রোন বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। খবর আনাদোলুর।
তুরস্কের প্রতিরক্ষা বাহিনী মঙ্গলবার (২৫ জুন) নবনির্মিত এ ড্রোনটির পরীক্ষামূলক মহড়া চালায়। বায়রাকতার সিরিজের নতুন এ ড্রোনটি আগের যে কোনো ড্রোন থেকে বেশি উচ্চতায় উড়ে গিয়ে লক্ষ্যবস্তুতে নির্ভৃলভাবে হামলা চালাতে সক্ষম।
বায়রাকতার টিবি-৩ ড্রোনটি ৪৫ হাজার ১১৮ ফুট বা ১৩.৭ কিলোমিটার উঁচুতে উড়তে সক্ষম। এটি নির্মাণ করে দেশটির বিমান ইঞ্জিন প্রস্ততকারী প্রতিষ্ঠান তুসাস ইঞ্জিন ইন্ডাস্ট্রিজ। তুর্কি প্রতিষ্ঠানটি পিডি-১৭০ ইঞ্জিনকে আধুনিকায়ন করে নতুন এ ইঞ্জিন আবিষ্কার করে।
পরীক্ষামূলক মহড়ায় এই ড্রোন ৪৪৫ ঘণ্টা তিন মিনিট আকাশে ছিল। এর আগে তুরস্ক যে সামরিক ড্রোনটি ২০২৩ সালের ২০ ডিসেম্বর তৈরি করে, সেটি ৩২ ঘণ্টায় ৫ হাজার ৭০০ কিলোমিটার উড়ে। তুরস্কের দাবি, নতুন তৈরি করা বায়রাকতার টিবি-৩ ড্রোনটি স্বল্প রানওয়ের মধ্যে উড্ডয়ন ও অবতরণ করতে পারবে।
তুরস্কের বায়রাকতার সিরিজের ড্রোন ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশ যুদ্ধক্ষেত্রে ব্যাপক সাফল্য পেয়েছে। এসব দেশের মধ্যে ইউক্রেন ও আজারবাইজান অন্যতম। বছরের পর বছর ধরে চলা আর্মেনিয়া ও আজারবাইনের মধ্যকার যুদ্ধ মাত্র কয়েক মাসেই শেষ হয় এই ড্রোন হামলায়। নগর্নো কারাবাখ সিটমহল নিয়ে প্রতিবেশী দেশ দুটির মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছিল। সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি ও যন্ত্রাংশে নির্মিত এ ড্রোন নিয়ে তুরস্ক রীতিমতো এখন গর্ব করছে।