এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক টাইমস হায়ার এডুকেশন। যে তালিকার সেরা ৩০০-তেও নেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়। এবার এশিয়ার ৩১ দেশের ৭৩৯টি বিশ্ববিদ্যালয় নিয়ে এ র্যাঙ্কিং করা হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে ওয়েবসাইটে ‘এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৪’ প্রকাশ করে টাইমস হায়ার এডুকেশন।
প্রতিবেদন থেকে জানা গেছে, র্যাঙ্কিংয়ের ৩০১তম অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ৩৫০তম অবস্থানে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অবস্থান ৪০১-৫০০ এর মধ্যে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রয়েছে ৩৫১-৪০০ এর মধ্যে।
তবে এবার র্যাংকিংয়ে বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের জায়গা পাওয়ার সংখ্যা বেড়েছে। গতবার ১৫টি স্থান পেলেও এবারের তালিকায় রয়েছে ২১টি বিশ্ববিদ্যালয়। ৪০১-৫০০ এর মধ্যে অবস্থান করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়। আর ৫০১-৬০০ এর মধ্যে অবস্থান করছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। তালিকায় আরও ১২টি বিশ্ববিদ্যালয়ের স্থান হলেও তাদের র্যাঙ্কিং প্রকাশ করা হয়নি।
প্রসঙ্গত, গত বছর এ তালিকায় ১৮৬তম স্থানে অবস্থানে ছিল ঢাবি। আর ১৯২তম স্থান অর্জন করেছিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। কিন্তু এবার ঢাবি ও নর্থ সাউথের র্যাঙ্কিংয়ে পতন হয়েছে।
এদিকে, টানা চতুর্থবারের মতো র্যাঙ্কিংয়ে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয় চীনের সিংহুয়া এবং পিকিং বিশ্ববিদ্যালয়। চীনের পাঁচটি, হংকং ও সিঙ্গাপুরের দুটি করে এবং জাপানের একটি বিশ্ববিদ্যালয় সেরা দশের মধ্যে রয়েছে।