ঢাকা | বঙ্গাব্দ

আফগানিস্তানকে উড়িয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

  • | ২৭ জুন, ২০২৪
আফগানিস্তানকে উড়িয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে আফগানিস্তানের বিপক্ষে ৯ উইকেটের জয় পেয়েছে প্রোটিয়ারা।

ফগানিস্তানের স্বপ্ন ভঙ্গ করে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপ ফাইনালে উঠলো দক্ষিণ আফ্রিকা। আজ বৃহস্পতিবার (২৭ জুন) চলতি টি২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ৯ উইকেটের জয় পেয়েছে প্রোটিয়ারা। 


ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে এক কোথায় দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পায়নি আফগানিস্তান। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বুমেরাং হয়ে আসে আফগানদের জন্য। ১১ ওভার ৫ বলেই দলটির রানের চাকা গুটিয়ে যায় মাত্র ৫৬ রানে। সেই রান মাত্র ৫৩ বলেই ছুঁয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। 


রান তাড়ায় নেমে শুরুতে কুইন্টন ডি ককের (৫ রান) উইকেট হারালেও রিজা হেনড্রিকস ও আইডেন মারক্রাম ৫৬ রানের অপরাজিত জুটি গড়ে ম্যাচ শেষ করে আসেন। হেনড্রিকসের ব্যাট থেকে আসে ২৯ রান, ২৩ রান করেন মারক্রাম। আফগানদের হয়ে সান্ত্বনার এক উইকেটের মালিক ফজল হক ফারুকি। 


এর আগে, ব্যাটিংয়ে নেমে কোনো আফগান ব্যাটার গড়তে পারেনি প্রতিরোধ। একমাত্র দুই অংকের দেখা পায় আজমতুল্লাহ ওমরজাই। ১০ রান করেন তিনি। দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি করে উইকেট নেন মার্কো ইয়ানসেন এবং তাবরাইজ শামসি। দুটি করে উইকেট পান আনরিখ নর্কিয়া এবং কাগিসো রাবাডা।