ঢাকা | বঙ্গাব্দ

সিলেট মহাসড়কে দুর্ঘটনায় একজন নিহত

সিলেট মহাসড়কে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে।
  • | ২৭ জুন, ২০২৪
সিলেট মহাসড়কে দুর্ঘটনায় একজন নিহত সিলেট মহাসড়কে দুর্ঘটনায় একজন নিহত

সিলেট মহাসড়কে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সাড়ে ৬টায় ওসমানীনগরের আহমদনগরে সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহত গাড়ি চালকের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে, এ ঘটনায় গাড়িতে থাকা অপর যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন।


খবর পেযে ওসমানীনগর থানা পুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিসের টিম এসে মেশিন দিয়ে দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ির বডি কেটে লাশ উদ্ধার করে।


এর আগে, স্থানীয়রা গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।