ঢাকা | বঙ্গাব্দ

চীন ভ্রমণে নাগরিকদের সতর্ক করেছে তাইওয়ান

চীনের দৃষ্টিতে ‘বিচ্ছিন্নতাবাদী’ হিসেবে পরিচিত লাই চিং-তে মে মাসে তাইওয়ানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার গ্রহণের পর তাকে নিয়ে অসন্তোষ প্রকাশ করে চীন।
  • | ২৭ জুন, ২০২৪
চীন ভ্রমণে নাগরিকদের সতর্ক করেছে তাইওয়ান তাইওয়ানিদের জরুরি প্রয়োজন ছাড়া চীন ভ্রমণ না করার পরামর্শ

তাইওয়ান সরকার তার দেশের নাগরিকদের জন্য চীন ভ্রমণে সতর্কতা জোরদার করেছে। তাইওয়ানিদের জরুরি প্রয়োজন ছাড়া চীন ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। তাইওয়ানের স্বাধীনতাকামীদের ওপর চীন মৃত্যুদণ্ড আরোপের হুমকি দেওয়ার পর বৃহস্পতিবার (২৭ জুন) তাইওয়ান এই সতর্কতা জারি করল।

ভ্রমণের এই সতর্কতা হংকং এবং ম্যাকাউয়ের জন্যও প্রযোজ্য বলে জানিয়েছেন তাইওয়ানের মূল ভূখন্ড বিষয়ক পরিষদের মুখপাত্র লিয়াং ওয়েন-চিয়ে। চীন তাইওয়ানকে তার দেশের একটি অংশ বলে মনে করে। চীনের দাবি, তাইওয়ান চীন থেকে বেরিয়ে যাওয়া একটি প্রদেশ, যা আবার চীনের সঙ্গে একীভূত হবে।

চীনের দৃষ্টিতে ‘বিচ্ছিন্নতাবাদী’ হিসেবে পরিচিত লাই চিং-তে মে মাসে তাইওয়ানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার গ্রহণের পর তাকে নিয়ে অসন্তোষ প্রকাশ করে চীন। লাই চিং-তে তাইওয়ানের প্রেসিডেন্ট হওয়ার পর চীন দুইদিনব্যাপী যুদ্ধের মহড়াও চালায়।

এরমধ্যেই গত শুক্রবার (২০ জুন)  চীন এক নির্দেশনায় তাইওয়ানের স্বাধীনতাকামী আন্দোলন উসকে দেওয়া ব্যক্তিদের মৃত্যুদণ্ড দেওয়া হবে বলে উল্লেখ করে। এছাড়া ১০ বছর থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ডের কথাও বলা হয়েছে নির্দেশনায়।