ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েল ত্রাণ বহর প্রবেশে বাধা দেয়ায় সেখানে এখন দুর্ভিক্ষের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে জাতিসংঘের তত্ত্বাবধানে যে সামান্য ত্রাণ বিতরণের চেষ্টা চালানো হচ্ছে, তা নিয়ে তাড়াকাড়ি হচ্ছে। খবর আনাদোলুর।
অনেক সময় অনাহারি লোকজন জাতিসংঘের কর্মীদের কাছ থেকে ত্রাণ সামগ্রী লুট করে নিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে গাজায় জাতিঘংঘের ত্রাণ কাজ চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ায় সেখানে পুলিশ নিয়োগের কথা ভাবা হচ্ছে।
নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে বুধবার সংস্থাটির শান্তি বিষয়ক উপ-মহাসচিব জেন পিয়েরে লেকরোইজ গাজায় পুলিশ নিয়োগের পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, সদস্য রাষ্ট্রগুলো চাইলে গাজায় এ বিশংঙ্খল পরিস্থিতি মোকাবেলায় জাতিসংঘের উদ্যোগে পুলিশ মোতায়েন করা যেতে পারে।
জাতিসংঘের এ কর্মকর্তা বলেন, গাজায় এখন ভয়ানক পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় আমাদের ত্রাণ কর্মীরা তাদের কাজ করতে পারছেন না। তাই জাতিসংঘের শান্তিরক্ষীদের মতো গাজায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পুলিশ নিয়োগ প্রয়োজন। এ জন্য জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে এগিয়ে আসতে বলেন।