রবল বৃষ্টিতে ভেঙে পড়ল দিল্লি বিমানবন্দরের ছাদ। এতে একজনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে পাঁচ জন গুরুতর আহত হয়েছেন। আপাতত দিল্লি বিমানবন্দরের ১ নং টার্মিনালটি সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। ঘটনার পরপরই দুর্ঘটনাস্থলে পৌঁছায় দমকল বিভাগ।
শুক্রবার ভোর থেকেই তুমুল বৃষ্টি শুরু হয়েছে দিল্লিতে। সকাল সাড়ে পাঁচটা নাগাদ বৃষ্টির তোড়ে আচমকাই ভেঙে পড়ে ১ নং টার্মিনালের ছাদের একটা বড় অংশ। ছাদের পাশাপাশি সেখানকার একটি থামও ভেঙে পড়ে। বিমানবন্দরের ওই অংশে মূলত গাড়ি পার্কিং করা হয়। ছাদ ভেঙে পড়ার সময়ে সেখানে বহু গাড়ি এবং ক্যাব ছিল। ক্ষতিগ্রস্ত হয়েছে সেই গাড়িগুলোও।
এরই মধ্যে প্রকাশ্যে এসেছে এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও। এর মধ্যে একটি
ভিডিওতে দেখা গেছে, বিমানবন্দরের ছাদ ভেঙে এক নম্বর টার্মিনালে দাঁড়িয়ে
থাকা বেশ কয়েকটি গাড়ি দুমড়ে মুচড়ে গেছে।
বিমানবন্দরে গিয়ে উদ্ধারকাজ শুরু করে দমকল। সেই সময়েই ক্ষতিগ্রস্ত একটি গাড়ি থেকে মৃত অবস্থায় বের করা হয় এক ব্যক্তিকে। দিল্লি বিমানবন্দর বিবৃতি জারি করে জানিয়েছে, ১ নং টার্মিনাল থেকে সমস্ত ফ্লাইট বন্ধ রাখা হয়। উল্লেখ্য, ইন্দিরা গান্ধী বিমানবন্দরের এই টার্মিনাল থেকে কেবল দেশীয় বিমান ওঠানামা করে। দুপুর দুটো পর্যন্ত বন্ধ থাকবে ফ্লাইট চলাচল।
গোটা ঘটনার দিকে নজর রাখছেন বলে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নায়ডু। তিনি জানান, “সমস্ত বিমান সংস্থাগুলোকে বলা হয়েছে ক্ষতিগ্রস্ত যাত্রীদের পাশে থাকতে। ইতিমধ্যেই আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।” তিনি পরে বিমানবন্দর
পরিদর্শন করেন এবং টার্মিনাল-১ পরিদর্শন করেন। তিনি এটিকে "খুব গুরুতর
ঘটনা" বলে অভিহিত করেন এবং নিহত ও আহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা
করেন।
এ বিষয়ে দিল্লি বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের এরই মধ্যে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ধসে পড়া ছাদের ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা চলছে। দিল্লি পুলিশ জানিয়েছে, আহতদের অবস্থা আপাতত স্থিতিশীল। দমকলের সঙ্গে উদ্ধারকাজে শামিল হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও।