ঢাকা | বঙ্গাব্দ

নিষিদ্ধ স্কালোনি, শেষ ম্যাচে আর্জেন্টিনার ডাগআউটে কে?

টানা দুই জয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
  • | ২৯ জুন, ২০২৪
নিষিদ্ধ স্কালোনি, শেষ ম্যাচে আর্জেন্টিনার ডাগআউটে কে? স্কালোনির পরিবর্তে দায়িত্ব সামলাবেন কে?

টানা দুই জয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে নামার আগে দলটি আছে বেশ নির্ভার। দলের একাধিক গুরুত্বপূর্ণ ফুটবলার এ ম্যাচে পাবেন বিশ্রাম। এদিকে না চাইতে বিশ্রাম পেয়ে গেলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিও। তিনি মূলত নিষিদ্ধ হওয়ায় পেরুর বিপক্ষে দলের ডাগআউটে দাঁড়াতে পারবেন না।


শুক্রবার (২৮ জুন) এক বিবৃতিতে স্কালোনির নিষিদ্ধ হওয়ার খবর জানায় দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) ডিসিপ্লিনারি কমিশন।


কানাডা এবং চিলির বিপক্ষে গ্রুপ পর্বের দুই ম্যাচে বিরতির পর দল দেরিতে মাঠে নামায় শাস্তি দেওয়া হয়েছে স্কালোনিকে। এক ম্যাচের নিষেধাজ্ঞা ছাড়াও ১৫ হাজার ডলার জরিমানা করা হয়েছে তাকে। 


এদিকে, স্কালোনির অনুপস্থিতিতে পেরুর বিপক্ষে দলকে কে দিক-নির্দেশনা দেবেন তা নিয়ে শুরু হয়েছে প্রশ্ন। জানা গেছে, স্কালোনির তিন সহকারী পাবলো আইমার, রবের্তো আয়ালা এবং ওয়াল্টার স্যামুয়েল তিনজনের যেকোনো একজন সামলাবেন দলকে।


এর মধ্যে, একটু এগিয়েই আছে স্যামুয়েল। স্কালোনি যুগে একমাত্র তারই দলকে পরিচালনা করার অভিজ্ঞতা আছে। স্কালোনি করোনা পজিটিভ হলে ২০২২ সালের জানুয়ারিতে তিনিই দলকে পরিচালনা করেন। 


গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামীকাল রোববার সকালে পেরুর বিপক্ষে নামবে আর্জেন্টিনা। এর আগে, প্রথম ম্যাচে কানাডাকে ২-০ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করে আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচে চিলিকে ১-০ গোলে হারায় বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ম্যাচে বিরতির পর দুই মিনিট দেরিতে মাঠে আসে মেসির দল।


কোপা আমেরিকার নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের অবশ্যই বিরতির পর সঠিক সময়ে মাঠে থাকতে হবে এবং প্রথমবার নিয়ম ভঙ্গ করলে সতর্ক করা হবে। দ্বিতীয়বার একই কাজ করলে পেতে হবে শাস্তি।