ঢাকা | বঙ্গাব্দ

ভারতে ট্যাংক দুর্ঘটনায় পাঁচ সেনা নিহত

শুক্রবার রাত ১টা নাগাদ প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে দৌলত বেগ ওল্ডি এলাকায় চলছিল প্রশিক্ষণ অভিযান। সেনাবাহিনীর ওই দলটি বোধি নদী পেরনোর চেষ্টা করে একটি টি-৭২ ট্যাঙ্ক নিয়ে।
  • | ২৯ জুন, ২০২৪
ভারতে ট্যাংক দুর্ঘটনায় পাঁচ সেনা নিহত ভারতীয় সেনার একটি টি-৭২ ট্যাংক

ভারত-চীন সীমান্তের লাদাখের লেহ্-তে বোধি নদীতে এক ট্যাংক দুর্ঘটনায় পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছেন। শনিবার (২৯ জুন) ভোররাতে লেহর দৌলতবেগ ওলদি এলাকার লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের (এলএসি) কাছে একটি নদী পার হওয়ার মহড়ার সময় এ দুর্ঘটনার শিকার হন তারা।  

লেহ্‌-র প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে শুক্রবার গভীর রাতে ওই দুর্ঘটনা ঘটে। শনিবার সকালে সেনাবাহিনী জানায় হয়েছে, প্রশিক্ষণ চলাকালীন ওই ঘটনা ঘটে। পাঁচ জনেরই মৃত্যু হয়েছে। এদের মধ্যে এক জন সেনাবাহিনীর জুনিয়র কমিশনড অফিসারও রয়েছেন।

শুক্রবার রাত ১টা নাগাদ প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে দৌলত বেগ ওল্ডি এলাকায় চলছিল ওই প্রশিক্ষণ অভিযান। সেনারা একটি প্রশিক্ষণ মিশনে ছিল এবং তারা টি-৭২ ট্যাংকে লেহ থেকে ১৪৮ কিলোমিটার দূরে মন্দির মোড়ের কাছে বোধি নদী অতিক্রমের চেষ্টা করে। এ সময় হঠাৎ নদীর পানি বাড়তে শুরু করে। সতর্ক হওয়ার আগেই ট্যাঙ্ক-সহ সেনারা নদীতে ভেসে যান।

দুর্ঘটনার পর অবিলম্বে উদ্ধার অভিযান শুরু করা হয় এবং পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে এক জনের দেহ উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়। বাকি চার জনের খোঁজ চলছিল। পরে সেনাবাহিনী জানায়, বাকি চার জনেরও মৃত্যু হয়েছে। নিহত পাঁচজনের মধ্যে একজন জুনিয়র কমিশন্ড অফিসারও (জেসিও) রয়েছেন বলে জানা গেছে।

ওই ঘটনায় শনিবার শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তিনি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘‘লাদাখে একটি নদী পার হওয়ার সময় দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় পাঁচ সাহসী সেনার মৃত্যুর ঘটনায় আমরা বেদনার্ত। দেশের জন্য এই সেনাদের অবদান ভুলব না। তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। এই দুঃসময়ে জাতি ও পুরো দেশ তাদের পাশে রয়েছে।’