পার্বত্যাঞ্চল বান্দরবানের নাইক্ষ্যাংছড়িতে পাহাড়ধসে ১ জনের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (২৯ জুন) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে মৃতের নাম-পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (২৭ জুন) আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ ভূমিধসের আশঙ্কা করে জানিয়েছিলেন, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। এতে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও শুক্রবার সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার ও বান্দরবন জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসেরও আশঙ্কা রয়েছে বলে সতর্কবার্তা জানিয়েছে আবহাওয়া অফিস।