কোনো ম্যাচ না জিতেই ইউরোর নকআউট পর্বে সুযোগ পেয়েছিল ডেনমার্ক। তবে তাদের যাত্রাটা দীর্ঘায়িত হতে দিলো না জার্মানি। শেষ ষোলর ঝড়-বৃষ্টি আর বজ্রপাতময় ম্যাচে ডেনিশদের হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে স্বাগতিকরা।
শনিবার (২৯ জুন) দিবাগত রাতে ডর্টমুন্ডের সিগন্যাল ইদুনা পার্কে ডেনমার্ককে ২-০ গোলে হারিয়েছে জার্মানি। কাই হাভার্টজ এবং জামাল মুজিয়ালার গোলে শেষ আট নিশ্চিত করে ডাই মনশাফটরা।
ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে গিয়েছিল জার্মানি। তবে জার্মান ডিফেন্ডার স্লটারব্যাকের গোল রেফারি বাতিল করলে স্কোরলাইনে আসেনি পরিবর্তন। এরপর জার্মানরা আক্রমণের পসরা সাজিয়ে বসার পর ম্যাচে বাগড়া দেয় ভয়াবহ বজ্রপাত আর অঝোর বৃষ্টি। ম্যাচের তখন ৩৫ মিনিট। এ অবস্থায় খেলা চালিয়ে যাওয়া সম্ভব না হওয়ায় ম্যাচ সাময়িক স্থগিতের সিদ্ধান্ত নেন রেফারি। প্রায় ২০ মিনিট পর খেলা আবার মাঠে গড়ানোর পর গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরুতে আবার গোল পেয়ে যায় ডেনমার্ক। ক্রিস্টিয়ান এরিকসনের ফ্রি-কিক ক্লিয়ার করতে পারেনি জার্মান রক্ষণভাগ, বল চলে যায় জোয়াকিম অ্যান্ডারসনের কাছে। তিনিও সেটিকে জড়িয়ে দেন জালে। তখনই বেরসিক ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির বাগড়া। দুই মিনিট ধরে ভিএআর চেক করে অফসাইডের সিদ্ধান্ত দেন মাঠের রেফারি।
সেই গোল বাতিলের পর ম্যাচের ৫২ তম মিনিটে এসে অবশেষে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় জার্মানি। বক্সের মধ্যে রাউমের ক্রস আটকাতে গিয়ে বল হাতে লেগে যায় ড্যানিশ ডিফেন্ডার জোয়াকিম অ্যান্ডারসনের। ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। পেনাল্টি স্পট থেকে বাঁ পায়ের শটে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন কাই হাভার্টজ। ৯ মিনিট পর গোলের ব্যবধান দ্বিগুণ করে মুজিয়ালা। স্লটারব্যাকের কাছ থেকে আসা লম্বা পাসের বলটা নিয়ন্ত্রণে নিয়ে ঢুকে পড়েন ডেনিস বক্সে; এরপরই ডান পায়ের দারুণ এক বাঁকানো শটে পরাস্ত করেন স্মাইকেলকে।
দুই গোলে এগিয়ে যাওয়ার পরও আক্রমণ করে গেছে জার্মানি। গোলও পেয়েছিল আরও একটি। তবে ফ্লোরিয়ান ভিতজের ম্যাচের অন্তিম মুহূর্তে করা গোলটিও অফসাইডের সিদ্ধান্তে সেটি বাতিল করে দেন রেফারি। শেষ পর্যন্ত তাই ২-০ গোলের জয় নিয়েই ইউরোর কোয়ার্টার ফাইনালে যাওয়ার আনন্দে ভাসে স্বাগতিকরা।