ঢাকা | বঙ্গাব্দ

১৯ মাদককারবারি গ্রেপ্তার

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ ১৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
  • | ৩০ জুন, ২০২৪
১৯ মাদককারবারি গ্রেপ্তার ফাইল ছবি

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ ১৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করে ডিএমপির বিভিন্ন টিম। 


আজ রোববার (৩০ জুন) সকালে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।


ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার সকাল ছয়টা থেকে আজ রোববার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।


এসময় তাদের হেফাজত থেকে ৮২৯ পিস ইয়াবা, ৪৪ গ্রাম হেরোইন ও ৬ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।


গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৪টি মামলা হয়েছে।