১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে নিজেদের দ্বিতীয় শিরোপা জিতেছে ভারত। শিরোপা অর্জনের পর বিরাট কোহলি এবং রোহিত শর্মা আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এবার সেই একই পথে হাটলেন রবীন্দ্র জাদেজা।
নিজের ইনস্টাগ্রাম পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন জাদেজা। বাকি দুই ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন ৩৫ বছর বয়সী এই তারকা।
ইনস্টাগ্রাম পোস্টে ভারতীয় অলরাউন্ডার লিখেছেন, ‘কৃতজ্ঞ চিত্তে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে আমি অবসর ঘোষণা করছি। গতিসম্পন্ন অটল ঘোড়ার মতো, যেখানে দেশের জন্য আমি নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি এবং আমার অন্য ফরম্যাটগুলো চালিয়ে যাব।’
উল্লেখ্য, ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল জাদেজার। আন্তর্জাতিক ক্যারিয়ারে ভারতীয় এই অলরাউন্ডার সবমিলিয়ে ৭৪টি টি-টোয়েন্টি খেলেছেন। যেখানে ১২৭.১৬ স্ট্রাইকরেটে তার সংগ্রহ ৪০৫ রান। এ ছাড়া ৭.১৩ ইকোনমিতে ৫৪ উইকেট শিকার করেছেন জাদেজা। এ নিয়ে তিনি ছয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন।