ঢাকা | বঙ্গাব্দ

জর্জিয়ার রূপকথা থামিয়ে শেষ আটে স্পেন

জর্জিয়ার বিপক্ষে ৪-১ গোলে জয় পেয়েছে স্পেন।
  • | ০১ জুলাই, ২০২৪
জর্জিয়ার রূপকথা থামিয়ে শেষ আটে স্পেন জর্জিয়াকে হারিয়ে শেষ আটে স্পেন

চলমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপার অন্যতম দাবিদার হিসেবে ধরা হচ্ছে স্পেন ফুটবল দলকে। আসরের অন্যতম সেরা এই দল অবশ্য এ্রই আসরে খেলছেও ফেভারিটদের মতোই। হেসে খেলে গ্রুপ অব ডেথ পার করা স্প্যানিশরা এবার একই ভাবে পার করলো শেষ ষোলোও। রাউন্ড অব ১৬-এ জর্জিয়াকে রীতিমতো বিধ্বস্ত করেছে স্পেন।


জার্মানির রাইন এনার্জি স্টেডিয়ামে সোমবার (০১ জুলাই) জর্জিয়ার বিপক্ষে ৪-১ গোলে জয় পেয়েছে স্পেন।


ম্যাচের শুরু থেকেই খেলা নিয়ন্ত্রণে নেয় স্পেন। ফুটবলপ্রেমীদের এদিন সুন্দর ফুটবল উপহার দিয়েছে স্পেন। তবে সবাইকে চমকে দিয়ে ম্যাচে আগে গোল পেয়ে যায় জর্জিয়া। স্পেনের ডিফেন্ডার রবিন লে নরম্যান্ডের আত্মঘাতী গোল থেকে এগিয়ে যায় প্রথমবার ইউরো খেলতে আসা জর্জিয়া। তবে সেই লিড তারা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ৩৯ মিনিটে রদ্রি স্পেনকে সমতায় ফেরায়।


দ্বিতীয় হাফে তো স্পেনের আক্রমণের সামনে দাঁড়াতেই পারে না জর্জিয়া। ৫১তম মিনিটে ইয়ামালের পাস থেকে গোল করে স্পেনকে লিড এনে দেন ফ্যাবিয়ান রুইজ। এরপর স্পেনের হয়ে গোল করেন নিকো উইলিয়ামস এবং ড্যানি অলমো।


৭৫তম মিনিটে রুইজের পাস থেকে গোল করেন উইলিয়ামস। আর ম্যাচ শেষের সাত মিনিট আগে জর্জিয়ার কফিনে শেষ পেরেকটি ঢোকান অলমো। পুরো ম্যাচে ৭৫ শতাংশ বল স্পেনের দখলে ছিল। এই সময়ে ৩৫টি শট নিয়েছে তারা। যেখানে ১৩টি শট টার্গেটে রাখতে পেরেছে স্পেন।


শেষ আটে মুখরোচক এক লড়াই দেখতে পাবেন ফুটবল প্রেমিরা। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে স্বাগতিক জার্মানির মুখোমুখি হবে স্পেন।