ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফুয়াদ হোসেন শাহাদাত ধর্ষণ মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন ।
আজ সোমবার (১ জুলাই) বিচারপতি শেখ জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে তার জামিন আবেদনটি কার্যতালিকায় রয়েছে বলে জানিয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান লিখন।
গত ২৭ জুন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফুয়াদ হোসেনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন নিজ সংগঠনের সাবেক এক নেত্রী। ইডেন কলেজের সাবেক ওই ছাত্রী অভিযোগ করে বলেন, কক্সবাজারে একসঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হন তিনি। এরপর একাধিকবার ‘ইচ্ছার বিরুদ্ধে’ তাকে ধর্ষণ করা হয় বলে জানান তিনি। এই ঘটনার পর তিনি ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন।
এরপর বাদীর জবানবন্দি গ্রহণ করা হলে এজাহারকে নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করতে হাজারীবাগ থানার ওসিকে নির্দেশ দেন বিচারক।