এবারের ঈদুল আজহায় প্রযোজক আরশাদ আদনানের কোনো সিনেমা মুক্তি পায়নি। তবে তাতে কী, আলোচনায় ঠিকই আছেন তিনি। যার বেশিরভাগই তার ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। এর মধ্যে গতকাল আরও একটি পোস্ট করে উত্তাপ বাড়িয়েছেন তিনি।
৩০ জুন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আরশাদ আদনান তুলেছেন রেকর্ড ভাঙার প্রসঙ্গ। সেই পোস্টে ছোট ভাই হিসেবে একজনের কথা বললেও তার নাম উল্লেখ করেননি। তবে অনেকেরই ধারণা, এটি তিনি তুফানের পরিচালক রায়হান রাফীর উদ্দেশ্যেই বলেছেন।
সম্প্রতি রায়হান রাফী তুফানের বক্স অফিস কালেকশন নিয়ে এক ফেসবুক পোস্টে জানায়, রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে তুফান। তিনি লেখেন, ২৫ বছরের সকল সেল রিপোর্ট ব্রেক করে তুফান এখন নাম্বার ওয়ান! এরপরই এই রেকর্ড ভাঙা নিয়ে এলো আরশাদ আদনানের পোস্ট।
নিজের অফিশিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে আরশাদ আদনান লিখেছেন, আহা ছোট ভাই, আহারে রেকর্ড! ছোটভাই মাদরাসায় পড়ে। প্রায়শই আমার বাসায় এসে খেলা দেখে, একের পর প্রশ্নে, টুকটাক কিছু কিছু জেনে নেয় আমার কাছে। একদিন আমি টিভিতে অলিম্পিক খেলা দেখছিলাম। সেখানে আমেরিকার একজন এথলেট লংজাম্পে রেকর্ড গড়েছে। সেই মুহূর্তে ছোটভাই এসে পাশে বসলো- জিজ্ঞেস করলো- ভাইয়া কি দেখছেন! আমি বললাম, রেকর্ড ভাঙা গড়া দেখছি! ছোটভাই না বোঝার মতো করে তাকিয়ে রইলো! আমি তার চোখ দেখে বুঝলাম- সে কিছুই বুঝেনি! আমি বললাম, লংজাম্পে এই এথলেট রেকর্ড ভেঙেছে! ছোটভাই, খুব সাধারণ ভাবে বললো- এই রেকর্ড তো আমিও ভাঙতে পারি!
ফেসবুক স্ট্যাটাসে আদনান আরও লেখেন, আমি আর তার কথার মানে না খুঁজেই চুপচাপ টিভিতে চোখ রাখলাম। পরদিন বাসা থেকে বের হতেই সেই ছোটভাইকে দেখি- দৌড়াচ্ছে আর লাফ দিয়ে কিছু ছুঁড়ে মারছে। জিনিসটি ভেঙে যাচ্ছে। সে খুব খুশি। আমি কৌতূহল নিয়ে তার কাছে জিজ্ঞেস করলাম- কী করছো! সে বললো লং জাম্প দিয়ে রেকর্ড ভাঙছি। পরক্ষণেই বুঝলাম, সে তার দাদার গ্রামোফোনের রেকর্ডগুলো নিয়ে ভাঙছে। আহা ছোট ভাই, আহারে রেকর্ড।