ঢাকা | বঙ্গাব্দ

ফ্রান্সের ভোটে উগ্র ডানপন্থীরা এগিয়ে, ম্যাক্রোঁর জোট তৃতীয়!

রোববার ফ্রান্সের জাতীয় নির্বাচনের প্রথম দফায় মূল ভূখণ্ডে ভোটগ্রহণ হয়েছে। ফল বলছে, ৩৩ শতাংশের বেশি ভোট পেয়ে ন্যাশনাল র‌্যালি প্রথম স্থানে পৌঁছে গিয়েছে।
  • | ০১ জুলাই, ২০২৪
ফ্রান্সের ভোটে উগ্র ডানপন্থীরা এগিয়ে, ম্যাক্রোঁর জোট তৃতীয়! মারিন ল্য পেন

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম বার ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতা দখল করার সম্ভাবনা উগ্র ডানপন্থীদের। প্রথম দফার ভোটে কট্টরপন্থী নেত্রী মারিন ল্য পেনের ন্যাশনাল র‌্যালি সংখ্যাগরিষ্ঠতার দৌড়ে এগিয়ে গিয়েছে। ধরাশায়ী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নেতৃত্বাধীন মধ্যপন্থী জোট। তারা রয়েছে তৃতীয় স্থানে। দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামপন্থী দলগুলোর জোট ‘নিউ পপুলার ফ্রন্ট’।

রোববার (৩০ জুন) ফ্রান্সের জাতীয় নির্বাচনের প্রথম দফায় মূল ভূখণ্ডে ভোটগ্রহণ হয়ছে। তার ফল বলছে, ৩৩ শতাংশের বেশি ভোট পেয়ে ন্যাশনাল র‌্যালি প্রথম স্থানে গিয়েছে। কট্টর অভিবাসন বিরোধী নীতিকে সামনে রেখে ভোটে লড়েছে তারা। বামপন্থী দলগুলির জোট পেয়েছে ২৮ শতাংশ ভোট। অন্য দিকে, প্রেসিডেন্ট ম্যাক্রোঁর এবং বর্তমান ফরাসি প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আটালের নেতৃত্বে থাকা জোট ২১ শতাংশ ভোট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

দ্বিতীয় দফার ভোটগ্রহণ রয়েছে ৭ জুলাই। তার পরেই ফয়সালা হয়ে যাবে, ৫৭৭ আসনে ফরাসি পার্লামেন্টে অতি ডানপন্থী মারিনের দল শেষ হাসি হাসবে কি না। কারণ, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য অন্তত ২৮৯ আসনে জয়ী হতে হবে তাদের। ন্যাশনাল র‌্যালি অবশ্য এই নির্বাচনে তাদের ‘প্রধানমন্ত্রী পদপ্রার্থী’ হিসাবে জর্ডান বার্ডেলাকে তুলে ধরেছে।

প্রসঙ্গত, চলতি বছরের গোড়াতেই বিভিন্ন জনমত সমীক্ষায় উগ্র ডানপন্থীদের উত্থানের ইঙ্গিত মিলে। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ পার্লামেন্ট ভেঙে দিয়ে দেশকে তড়িঘড়ি জাতীয় নির্বাচনের দিকে ঠেলে দেন। কিন্তু তাতে ফল পেলেন না তিনি।