খুলনায় যাত্রীবাহী বাস থেকে সাতটি স্বর্ণের বারসহ মো. আবু কালাম (৪৪) নামে একজনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২ মে) দুপুরে নগরীর সাচিবুনিয়া মোড় এলাকায় ঢাকা থেকে সাতক্ষীরাগামী ইমাদ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে লবণচরা এলাকায় অভিযান চালিয়ে ইমাদ পরিবহনের একটি বাস থেকে আবু কালাম নামে এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করা হয়েছে। এ সময় তার জুতার মধ্য থেকে ছয়টি বড় ও একটি ছোট স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের ওজন প্রায় ৭৫০ গ্রাম। যার আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা। আটক আবু কালাম ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকার মো. আলী আহমেদের ছেলে।
তিনি আরও জানান, আবু কালাম ঢাকা থেকে স্বর্ণ নিয়ে সাতক্ষীরা যাচ্ছিলেন। তিনি প্রতি মাসে ৫-৬ বার স্বর্ণ ঢাকা থেকে সাতক্ষীরা নিয়ে যান। শুধু আবু কালামই নয়, অনেকেই স্বর্ণ চোরাকারবারির সঙ্গে জড়িত। আমরা অনুসন্ধান করছি। গত মাসেও ১২টি স্বর্ণের বারসহ একজনকে আটক করা হয়েছিল। এর সঙ্গে জড়িত গড ফাদারদের আটক করে আইনের আওতায় আনা হবে।