মাগুরার দড়ি এলাকা থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে আল আমিন ট্রাস্ট এতিমখানা সংলগ্ন একটি পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দেবাশীষ কর্মকার এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে আল আমিন ট্রাস্ট এতিমখানা সংলগ্ন পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরও জানান, নিহত যুবকের পরনে ছিল কালো প্যান্ট এবং গেঞ্জি। মরদেহের গলায় এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশের এ কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে।